নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খানের ওপর হামলার মামলায় খোরশেদুল আলম মাসুদ নামে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ টাঙ্গাইল জেলার ঘাটাইলের খাদ্যগুদামের পরিদর্শক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মগবাজারের পেয়ারাবাগ এলাকায় সাংবাদিক এমদাদের ভাড়া বাসায় ঢুকে তাঁকে মারধর করেন মাসুদ ও তাঁর সহযোগীরা। এ সময় বাসার নিচে রাখা এমদাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই হাতিরঝিল থানায় মামলা করেন এমদাদ। মামলায় জোর করে বাসায় ঢুকে হামলা, চুরি, ভাঙচুর ও এমদারের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, এমদাদের ভাড়া বাসার মালিক মাসুদের স্ত্রী। সম্প্রতি লিখিত চুক্তি করে ওই বাসা ভাড়া নেন এমদাদ। বুধবার রাতে অজ্ঞাত কয়েকজনকে নিয়ে ওই বাসায় গিয়ে কলবেল বাজান মাসুদ। এমদাদের স্ত্রী দরজা খুলে দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে সঙ্গীদের নিয়ে বাসায় ঢোকেন মাসুদ। তারপর এমদাদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন। স্বামীকে বাঁচাতে গেলে এমদাদের স্ত্রীকেও মারধর করা হয়।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাই তাঁকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি নজরদারিতে ছিলেন। আজ (শনিবার) তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

রাজধানীর মগবাজারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খানের ওপর হামলার মামলায় খোরশেদুল আলম মাসুদ নামে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ টাঙ্গাইল জেলার ঘাটাইলের খাদ্যগুদামের পরিদর্শক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মগবাজারের পেয়ারাবাগ এলাকায় সাংবাদিক এমদাদের ভাড়া বাসায় ঢুকে তাঁকে মারধর করেন মাসুদ ও তাঁর সহযোগীরা। এ সময় বাসার নিচে রাখা এমদাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই হাতিরঝিল থানায় মামলা করেন এমদাদ। মামলায় জোর করে বাসায় ঢুকে হামলা, চুরি, ভাঙচুর ও এমদারের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, এমদাদের ভাড়া বাসার মালিক মাসুদের স্ত্রী। সম্প্রতি লিখিত চুক্তি করে ওই বাসা ভাড়া নেন এমদাদ। বুধবার রাতে অজ্ঞাত কয়েকজনকে নিয়ে ওই বাসায় গিয়ে কলবেল বাজান মাসুদ। এমদাদের স্ত্রী দরজা খুলে দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে সঙ্গীদের নিয়ে বাসায় ঢোকেন মাসুদ। তারপর এমদাদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন। স্বামীকে বাঁচাতে গেলে এমদাদের স্ত্রীকেও মারধর করা হয়।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাই তাঁকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি নজরদারিতে ছিলেন। আজ (শনিবার) তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫