
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ এবং জৈন্তাপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে আজ রাতে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা। প্রতিদিনই উঠান বৈঠক, সভা ও সমাবেশ করছেন তাঁরা। ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে প্রচারপত্র, ব্যানার ও পোস্টার বিতরণসহ পাড়ায় পাড়ায় গিয়ে ভোট চাইছেন।
উপজেলার ৬ ইউনিয়নে ভোটারদের মধ্যে বইছে আনন্দ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার অলিগলিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে বিজয় লাভ করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোট চাওয়া ও প্রচারসহ পথসভা করছেন তাঁরা। কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। বিভিন্ন সভা–সমাবেশে যোগ দিচ্ছেন। দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লায় সমাবেশ-পথসভা ও উঠোন বৈঠক করছেন প্রার্থীরা।
এদিকে, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা তাঁদের দলীয় প্রার্থীর সমর্থনে বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন ভোটারদের প্রতি। গোয়াইনঘাট উপজেলার ৬ ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভোটারদের প্রত্যাশা।
জৈন্তাপুর: জৈন্তাপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রচারে মুখর হয়ে উঠেছে গ্রাম–গঞ্জ। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা সভা–সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
৫ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা দিনরাত একাকার করে ছুটে চলেছেন ভোটারদের কাছে। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের বাড়িতে ছুটছেন প্রার্থীরা।
সন্ধ্যা হতেই শুরু হয় চেয়ারম্যান প্রার্থীদের পথসভা। কোনো কোনো প্রার্থী ১০–১২টি সভাও করছেন এক দিনে।
উপজেলা নির্বাচন কমিশন ইতিমধ্যে ৫ ইউপির নির্বাচন সম্পন্ন করতে ৪৮ ভোট কেন্দ্রের ২৬৩ কক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ উপজেলার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, এ পর্যন্ত উপজেলার ৫ ইউপিতে কোনো ধরনের সংঘাতসহ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ইউপি নির্বাচন শেষ হবে। নির্বাচনের সব প্রস্তুতি শেষপর্যায়ে। শুধুমাত্র নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে কর্মকর্তাসহ প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ এবং জৈন্তাপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে আজ রাতে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা। প্রতিদিনই উঠান বৈঠক, সভা ও সমাবেশ করছেন তাঁরা। ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে প্রচারপত্র, ব্যানার ও পোস্টার বিতরণসহ পাড়ায় পাড়ায় গিয়ে ভোট চাইছেন।
উপজেলার ৬ ইউনিয়নে ভোটারদের মধ্যে বইছে আনন্দ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার অলিগলিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে বিজয় লাভ করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোট চাওয়া ও প্রচারসহ পথসভা করছেন তাঁরা। কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। বিভিন্ন সভা–সমাবেশে যোগ দিচ্ছেন। দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লায় সমাবেশ-পথসভা ও উঠোন বৈঠক করছেন প্রার্থীরা।
এদিকে, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা তাঁদের দলীয় প্রার্থীর সমর্থনে বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন ভোটারদের প্রতি। গোয়াইনঘাট উপজেলার ৬ ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভোটারদের প্রত্যাশা।
জৈন্তাপুর: জৈন্তাপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রচারে মুখর হয়ে উঠেছে গ্রাম–গঞ্জ। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা সভা–সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
৫ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা দিনরাত একাকার করে ছুটে চলেছেন ভোটারদের কাছে। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের বাড়িতে ছুটছেন প্রার্থীরা।
সন্ধ্যা হতেই শুরু হয় চেয়ারম্যান প্রার্থীদের পথসভা। কোনো কোনো প্রার্থী ১০–১২টি সভাও করছেন এক দিনে।
উপজেলা নির্বাচন কমিশন ইতিমধ্যে ৫ ইউপির নির্বাচন সম্পন্ন করতে ৪৮ ভোট কেন্দ্রের ২৬৩ কক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ উপজেলার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, এ পর্যন্ত উপজেলার ৫ ইউপিতে কোনো ধরনের সংঘাতসহ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ইউপি নির্বাচন শেষ হবে। নির্বাচনের সব প্রস্তুতি শেষপর্যায়ে। শুধুমাত্র নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে কর্মকর্তাসহ প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫