রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নেওয়া হয়েছে পাঁচ থেকে আট হাজার করে টাকা। এতে প্রকল্পের সুফল থেকে হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন।
রৌমারী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভিডব্লিউবি ২০২৩-২৪ চক্রের আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩ হাজার ২৫৩টি কার্ড বরাদ্দ হয়। এর বিপরীতে অনলাইনে আবেদন পড়ে মোট ১২ হাজার ৪০০টি।
সংরক্ষিত নারী সদস্যদের সূত্রে জানা গেছে, নীতিমালা না মেনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাদের মধ্যে ভিডব্লিউবি কার্ডের উপকারভোগীদের নাম ভাগাভাগি করে নেওয়া হয়েছে। প্রতি কার্ড বিক্রি হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকা। এ ছাড়া এসব কার্ড ইউপি চেয়ারম্যানরা সদস্যদের মধ্যে ভাগ করে দেন।
রৌমারী সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী মাকছুদা খাতুন বলেন, ‘স্বামী অসুস্থ। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি। মেম্বার-চেয়ারম্যান ও নেতাদের কাছে গিয়েছিলাম একটি কার্ডের জন্য। টাকা ছাড়া কার্ড হবে না বলে ফেরত দিয়েছেন তাঁরা।’
বন্দবেড় ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য রুবি খাতুন বলেন, ‘নীতিমালা অনুযায়ী ভাগ চাইতে গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন। নীতিমালায় ১০০ নাম তালিকা করার এখতিয়ার থাকলেও আমাকে দেওয়া হয় ২০ জনের নাম তালিকা করার ক্ষমতা।’
যাদুরচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রহিতন নেছা বলেন, ‘ভাগে ২০টি নাম পেয়েছি। তা নিজের আত্মীয়স্বজনদের নামে দেওয়া হয়েছে।’ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এই সদস্য।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, ৪২২টি নাম ভাগে পাওয়া গেছে। তা দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
বন্দবেড় ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী সদস্যরা ভিডব্লিউবি তালিকা যাচাই-বাছাই কমিটির প্রধান হবেন এমন নিয়ম নেই। জনসংখ্যার অনুপাতে নাম ভাগ করে দেওয়া হয়েছে।’
টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
রৌমারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন নেছা বলেন, ‘ভাগাভাগির বিষয়টি আমার জানা নেই।’

কুড়িগ্রামের রৌমারীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নেওয়া হয়েছে পাঁচ থেকে আট হাজার করে টাকা। এতে প্রকল্পের সুফল থেকে হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন।
রৌমারী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভিডব্লিউবি ২০২৩-২৪ চক্রের আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩ হাজার ২৫৩টি কার্ড বরাদ্দ হয়। এর বিপরীতে অনলাইনে আবেদন পড়ে মোট ১২ হাজার ৪০০টি।
সংরক্ষিত নারী সদস্যদের সূত্রে জানা গেছে, নীতিমালা না মেনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাদের মধ্যে ভিডব্লিউবি কার্ডের উপকারভোগীদের নাম ভাগাভাগি করে নেওয়া হয়েছে। প্রতি কার্ড বিক্রি হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকা। এ ছাড়া এসব কার্ড ইউপি চেয়ারম্যানরা সদস্যদের মধ্যে ভাগ করে দেন।
রৌমারী সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী মাকছুদা খাতুন বলেন, ‘স্বামী অসুস্থ। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি। মেম্বার-চেয়ারম্যান ও নেতাদের কাছে গিয়েছিলাম একটি কার্ডের জন্য। টাকা ছাড়া কার্ড হবে না বলে ফেরত দিয়েছেন তাঁরা।’
বন্দবেড় ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য রুবি খাতুন বলেন, ‘নীতিমালা অনুযায়ী ভাগ চাইতে গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন। নীতিমালায় ১০০ নাম তালিকা করার এখতিয়ার থাকলেও আমাকে দেওয়া হয় ২০ জনের নাম তালিকা করার ক্ষমতা।’
যাদুরচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রহিতন নেছা বলেন, ‘ভাগে ২০টি নাম পেয়েছি। তা নিজের আত্মীয়স্বজনদের নামে দেওয়া হয়েছে।’ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এই সদস্য।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, ৪২২টি নাম ভাগে পাওয়া গেছে। তা দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
বন্দবেড় ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী সদস্যরা ভিডব্লিউবি তালিকা যাচাই-বাছাই কমিটির প্রধান হবেন এমন নিয়ম নেই। জনসংখ্যার অনুপাতে নাম ভাগ করে দেওয়া হয়েছে।’
টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
রৌমারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন নেছা বলেন, ‘ভাগাভাগির বিষয়টি আমার জানা নেই।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫