সম্প্রতি ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে ভারত। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এ বাজেট ঘোষণা করেন। কিন্তু উপস্থাপিত বার্ষিক কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্রমশ সংশয়বাদী হয়ে উঠছেন ভারতীয় সমালোচকেরা। তাঁরা বলছেন, সম্ভাব্য করোনা মহামারি-পরবর্তী যুগের প্রথম এই বাজেটে প্রতিফলিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অগ্রাধিকারমূলক নানা বিষয়, যেখানে রয়েছে রাজনৈতিক অনেক সমীকরণ।
সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদন বলছে, ভারতের এবারের (২০২২-২০২৩) বাজেটের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট বেশ সুদূরপ্রসারী। তবে এমন সময়ে বাজেট ঘোষণা করা হয়েছে যখন সরকারের সঙ্গে দেশটির বিক্ষুব্ধ কৃষকদের দ্বন্দ্ব চলছে এবং উত্তর প্রদেশ ও পাঞ্জাবের মতো কৃষিপ্রধান রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনেকেই মনে করেছিলেন ভারতের জনবহুল এবং রাজনৈতিকভাবে সক্রিয় রাজ্যগুলোতে কৃষি খাতের জন্য বেশি অর্থ বরাদ্দ দেওয়া হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বাজেটে। যদিও সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে চাল এবং গম সংগ্রহের প্রতিশ্রুতি দিয়ে এ খাতে ২ লাখ ৩৭ হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী সীতারামণ।
কিন্তু বিগত নির্বাচনী বছরগুলোর মতো কৃষি ভোট ব্যাংককে আকৃষ্ট করার জন্য ভর্তুকির আশ্বাস দেননি অর্থমন্ত্রী। এর পরিবর্তে তিনি আগামী ২৫ বছরের জন্য মোদি সরকারের মূল অগ্রাধিকারগুলো তালিকাভুক্ত করেছেন এবং এর মধ্য দিয়ে মোদি সরকারের রাজনৈতিক স্থায়িত্বের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন।
ডিপ্লোম্যাট বলছে, ভারতের এবারের বাজেটে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অবকাঠামোতে। সেই লক্ষ্যে সামগ্রিক মূলধন ব্যয়ের জন্য মোট ৭ লাখ ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে সরকার, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশের বেশি।
কিন্তু সমালোচনা ভিন্ন জায়গায়। কারণ, মোদি সরকারও তার পূর্বসূরিদের মতো পরিকাঠামোকে অগ্রাধিকার তালিকায় রেখেছে চাকরির সুযোগ সৃষ্টির দৃষ্টিকোণ থেকে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল গত বছর সীতারামণ মূল কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে পরিকাঠামো খাতকে চিহ্নিত করার পর, যা মোদির অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে অন্যতম।
সম্প্রতি একই সুরে কথা বলেছেন মোদির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালও। পাবলিক সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের অভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সরকার কর্মসংস্থান সৃষ্টি করছে; এটি সরকারি চাকরি না-ও হতে পারে কিন্তু এটি সরকারি ব্যয় দ্বারা সৃষ্ট একটি চাকরি।’ কিন্তু চাকরির সুযোগ সৃষ্টির জন্য দীর্ঘ মেয়াদে অবকাঠামোতে নির্ভরশীলতা ফলপ্রসূ না-ও হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা।
কারণ, ইন্টারনেটের এই যুগে অনেক দেশই ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে, যা দীর্ঘ মেয়াদে টেকসই উপযোগ সৃষ্টি এবং সামাজিক গতিশীলতাকে এগিয়ে নিতে সহায়ক। যার জন্য প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদে বড় বিনিয়োগ। কিন্তু বছরের পর বছর ধরে খাতগুলোকে উপেক্ষা করে আসছে মোদি সরকার।
বরং মহামারির প্রেক্ষাপটে বিজেপি সরকারের অগ্রাধিকারের জায়গাগুলো আরও বিস্ময়কর। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে দেশটির লাখ লাখ শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে বা দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা খরচ বেড়ে যাওয়া এবং চাকরি হারানোর কারণে নতুন করে প্রায় ২৩ কোটি ভারতীয় নাগরিক দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
মোদির আশা, পরিকাঠামোতে বেশি বিনিয়োগ বড় শহরগুলোতে ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করবে। পাশাপাশি ছোট শহর ও গ্রামগুলোতেও তা স্ব-কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে সহায়ক হবে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া এ ধরনের কৌশল দীর্ঘ মেয়াদে টেকসই প্রমাণ হওয়ার সম্ভাবনা কম।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫