গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল। আষাঢ়ে তেমন না হলেও শ্রাবণে কিছুটা বৃষ্টির দেখা মিলছে। যে কারণে ছাতা ব্যবহার করতে বাধ্য হচ্ছে মানুষ। অনেকে নতুন ছাতা কিনছে, আবার অনেকে পুরোনো ছাতাটি মেরামত করছে। পুরোনো ছাতা মেরামত করায় ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাতার কারিগরদের বেশ ব্যস্ত দেখা গেছে। মানুষজন ভিড় করছে পুরোনো ছাতা মেরামত করতে। কারিগর আক্কাস আলী বলেন, বছরের চার মাস তিনি এ পেশায় থাকেন।
প্রত্যেক সোমবার সালটিয়া হাটে ছাতা মেরামতের কাজ করেন। প্রতি হাটবারে ১৫টির মতো ছাতা মেরামত করে ৮০০ থেকে ১ হাজার টাকা রোজগার হয়। এছাড়া প্রতিদিন আশপাশের কোনো হাটে গিয়ে ছাতা মেরামতের কাজ করেন।
কারিগর ইসমাইল বলেন, ‘দেড় শ বছরের পুরোনো এই সালটিয়া হাটে বাবা কাজ করেছেন ৪০ বছর। এখন আমিও একই পেশায় আছি ২০ বছর ধরে। তবে আগের মতো আর রোজগার নেই। ছাতা মেরামতের পাশাপাশি টর্চ লাইট, গ্যাস ম্যাচ মেরামতের কাজ করি। এতে করে হাটবারে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় হয়।’
ছাতা মেরামত করতে আসা সত্তোর্ধ্ব আয়ুব আলী মৃধা বলেন, ‘এখনো কাঠের ডাঁটিওয়ালা ছাতাই ব্যবহার করি। রোদ-বৃষ্টিতে ব্যবহার করতে গিয়ে বছরে একবার সারাই করতে হয়।’
পৌর এলাকার নাসির উদ্দিন ব্যাগে ভরে চারটি ছাতা নিয়ে এসেছেন সালটিয়া হাটে কারিগরের দোকানে। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রী চাকরিজীবী, ছেলে-মেয়ে স্কুল-কলেজে পড়ে। বৃষ্টিতে ছাতা ছাড়া চলাফেরা দায়। বর্ষা গেলে ছাতার খোঁজ থাকে না। ঘরে অযত্নে পড়ে নষ্ট হয়েছে। এখন সবগুলো ২০০ টাকায় মেরামত করে নিয়েছি।’
ছাতার কারিগরেরা আরও বলেন, ‘নতুন কেউ এখন আর এ পেশায় আসতে চায় না। অনেকেই এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় চলে গেছেন। যাঁরা আছেন, বছরে চার থেকে ছয় মাস এ পেশায় কাজ থাকে। বাকি সময় ভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। তাঁদের মতে, দেশি ছাতার ব্যবহার কমেছে, বেড়েছে ফোল্ডিং ছাতার কদর। আকর্ষণীয় ডিজাইন, বাহারি রঙের হাল ফ্যাশনের ছাতার ব্যবহার বেশি।

আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল। আষাঢ়ে তেমন না হলেও শ্রাবণে কিছুটা বৃষ্টির দেখা মিলছে। যে কারণে ছাতা ব্যবহার করতে বাধ্য হচ্ছে মানুষ। অনেকে নতুন ছাতা কিনছে, আবার অনেকে পুরোনো ছাতাটি মেরামত করছে। পুরোনো ছাতা মেরামত করায় ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাতার কারিগরদের বেশ ব্যস্ত দেখা গেছে। মানুষজন ভিড় করছে পুরোনো ছাতা মেরামত করতে। কারিগর আক্কাস আলী বলেন, বছরের চার মাস তিনি এ পেশায় থাকেন।
প্রত্যেক সোমবার সালটিয়া হাটে ছাতা মেরামতের কাজ করেন। প্রতি হাটবারে ১৫টির মতো ছাতা মেরামত করে ৮০০ থেকে ১ হাজার টাকা রোজগার হয়। এছাড়া প্রতিদিন আশপাশের কোনো হাটে গিয়ে ছাতা মেরামতের কাজ করেন।
কারিগর ইসমাইল বলেন, ‘দেড় শ বছরের পুরোনো এই সালটিয়া হাটে বাবা কাজ করেছেন ৪০ বছর। এখন আমিও একই পেশায় আছি ২০ বছর ধরে। তবে আগের মতো আর রোজগার নেই। ছাতা মেরামতের পাশাপাশি টর্চ লাইট, গ্যাস ম্যাচ মেরামতের কাজ করি। এতে করে হাটবারে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় হয়।’
ছাতা মেরামত করতে আসা সত্তোর্ধ্ব আয়ুব আলী মৃধা বলেন, ‘এখনো কাঠের ডাঁটিওয়ালা ছাতাই ব্যবহার করি। রোদ-বৃষ্টিতে ব্যবহার করতে গিয়ে বছরে একবার সারাই করতে হয়।’
পৌর এলাকার নাসির উদ্দিন ব্যাগে ভরে চারটি ছাতা নিয়ে এসেছেন সালটিয়া হাটে কারিগরের দোকানে। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রী চাকরিজীবী, ছেলে-মেয়ে স্কুল-কলেজে পড়ে। বৃষ্টিতে ছাতা ছাড়া চলাফেরা দায়। বর্ষা গেলে ছাতার খোঁজ থাকে না। ঘরে অযত্নে পড়ে নষ্ট হয়েছে। এখন সবগুলো ২০০ টাকায় মেরামত করে নিয়েছি।’
ছাতার কারিগরেরা আরও বলেন, ‘নতুন কেউ এখন আর এ পেশায় আসতে চায় না। অনেকেই এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় চলে গেছেন। যাঁরা আছেন, বছরে চার থেকে ছয় মাস এ পেশায় কাজ থাকে। বাকি সময় ভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। তাঁদের মতে, দেশি ছাতার ব্যবহার কমেছে, বেড়েছে ফোল্ডিং ছাতার কদর। আকর্ষণীয় ডিজাইন, বাহারি রঙের হাল ফ্যাশনের ছাতার ব্যবহার বেশি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫