নান্দাইল প্রতিনিধি

নান্দাইলে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কূলধুরুয়া গ্রামে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাকিল মাহমুদ ওই মাদ্রাসার প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রের অভিযোগ, রাতে ছাত্রদের দিয়ে ওই শিক্ষক শরীর ম্যাসাজ করাতেন। একই ছাত্র দিয়ে যৌন চাহিদাও মেটাতেন শিক্ষক। তাঁর হাতে প্রতি মাসে একেকজন ছাত্র যৌন নির্যাতনের শিকার হতেন। এ ছাড়া সব সময় ছাত্রদের নজরে রাখতেন, যাতে কেউ মুখ খুলতে না পারে।
জানা গেছে, ভুক্তভোগী ছাত্র গত রোববার শিক্ষক শাকিল মাহমুদ তামীমের বেড়াতে যাওয়ার সুযোগে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মায়ের কাছে মুহতামিমের বিকৃত যৌনাচারের কথা জানায়। পরে গত সোমবার সন্ধ্যায় ওই ছাত্র তার মাকে নিয়ে নান্দাইল মডেল থানায় বিচার চাইতে যান। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ছাত্র পুলিশকে জানায়, শিক্ষক শাকিল মাহমুদ প্রায়ই ছাত্রদের সঙ্গে যৌনাচার করত। ২০-২৫ জন ছাত্রের সঙ্গে এমন কাজ করেছে। ছাত্ররা যাতে কাউকে না বলতে পারে, সে জন্য ছাত্রদের নজরে রাখতেন। মাদ্রাসার বাইরে গেলেও হুজুরের অনুমতি নিয়ে যেতে হতো।
স্থানীয় বাসিন্দা মো. শরিফ হাসান বলেন, ‘মাদ্রাসায় এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড হবে, তা খুবই দুঃখজনক। তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে কথা বলতে চাইলেও অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক থাকায় তা সম্ভব হয়। তার সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ছাত্র তার মাকে নিয়ে থানায় অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইলে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কূলধুরুয়া গ্রামে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাকিল মাহমুদ ওই মাদ্রাসার প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রের অভিযোগ, রাতে ছাত্রদের দিয়ে ওই শিক্ষক শরীর ম্যাসাজ করাতেন। একই ছাত্র দিয়ে যৌন চাহিদাও মেটাতেন শিক্ষক। তাঁর হাতে প্রতি মাসে একেকজন ছাত্র যৌন নির্যাতনের শিকার হতেন। এ ছাড়া সব সময় ছাত্রদের নজরে রাখতেন, যাতে কেউ মুখ খুলতে না পারে।
জানা গেছে, ভুক্তভোগী ছাত্র গত রোববার শিক্ষক শাকিল মাহমুদ তামীমের বেড়াতে যাওয়ার সুযোগে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মায়ের কাছে মুহতামিমের বিকৃত যৌনাচারের কথা জানায়। পরে গত সোমবার সন্ধ্যায় ওই ছাত্র তার মাকে নিয়ে নান্দাইল মডেল থানায় বিচার চাইতে যান। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ছাত্র পুলিশকে জানায়, শিক্ষক শাকিল মাহমুদ প্রায়ই ছাত্রদের সঙ্গে যৌনাচার করত। ২০-২৫ জন ছাত্রের সঙ্গে এমন কাজ করেছে। ছাত্ররা যাতে কাউকে না বলতে পারে, সে জন্য ছাত্রদের নজরে রাখতেন। মাদ্রাসার বাইরে গেলেও হুজুরের অনুমতি নিয়ে যেতে হতো।
স্থানীয় বাসিন্দা মো. শরিফ হাসান বলেন, ‘মাদ্রাসায় এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড হবে, তা খুবই দুঃখজনক। তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে কথা বলতে চাইলেও অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক থাকায় তা সম্ভব হয়। তার সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ছাত্র তার মাকে নিয়ে থানায় অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫