Ajker Patrika

বিএনপি নেতার জামিনে আ.লীগের আনন্দ মিছিল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
বিএনপি নেতার জামিনে আ.লীগের আনন্দ মিছিল

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতাকে ফুল দিয়ে বরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত মঙ্গলবারের এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, চলতি বছরের ২৫ জুলাই স্বামীর থেকে পৃথক থাকা নারীকে নৌকায় তুলে ধর্ষণ করার ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক সেজে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হককে ওই ধর্ষণ মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৭ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মঙ্গলবার রিয়াজুল জামিনে মুক্তি পেলে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি বকুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারি রফিকুল ইসলামসহ দলটির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

এদিকে এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার চলছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগের চেয়ারম্যান গওছল হক মন্ডল কর্তৃক জামিনে মুক্ত করার বিষয়টি রহস্যজনক। বিষয়টি পার্টির সভায় আলোচনা করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন, ‘কে কী বলল তাতে যায় আসে না। রিয়াজুল মুক্তি পেলে সকলে তাঁকে বরণ করেছে। সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত