
নাগরপুর ও মধুপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার জনসাধারণ ভোট উৎসবে মেতে উঠবেন। ইতিমধ্যে নাগরপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাগরপুরের ১০৬টি ও মধুপুরের ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
মধুপুর প্রতিনিধি: মধুপুরের আলোকদিয়া ইউপিতে ১০টি কেন্দ্রে ১৯ হাজার ৭৯ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু সাঈদ তালুকদার দুলাল (নৌকা), আবু সাইদ খান সিদ্দিক (আনারস), রেজাউল ইসলাম বোরহান (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মোমিনুল হক মুকুল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ ছাড়া নারী সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোলাবাড়ী ইউপিতে ১০টি কেন্দ্রে ২৬ হাজার ৯৫৯ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা খান বাবলু (নৌকা) ও মো. মজিবর রহমান (আনারস) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়া ৯ জন নারী সদস্য ও ৪০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মির্জাবাড়ী ইউপিতে ১৯ হাজার ৬৩০ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী আজহারুল ইসলাম গত বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নৌকা প্রতীকে সাদিকুল ইসলাম সাদিক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে আছেন। নারী সদস্য পদে ৯ জন ও সদস্য পদে ৩০ জন বিজয়ের স্বপ্ন নিয়ে প্রহর গুনছেন।
নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৮, সদস্য পদে ৪৬৬ ও নারী সদস্য পদে ১৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।
নাগরপুর সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী সদস্য ১৪ ও সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। মামুদনগর ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য ১২ ও সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। গয়হাটা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৩ ও সদস্য পদে ৫১ জন প্রার্থী লড়বেন।
দপ্তিয়র ইউপিতে চেয়ারম্যান পদে ৬, নারী সদস্য পদে ৯ ও সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বেকড়া আটগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৩, নারী সদস্য পদে ১১ ও সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সহবতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য পদে ১৪ ও সদস্য পদে ৫০ জন প্রার্থী লড়বেন।
সলিমাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য পদে ৮ ও সদস্য পদে ৪২ জন প্রার্থী লড়বেন। ভাদ্রা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৪ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন। ধুবড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য ১৫ ও সদস্য পদে ২৮ জন প্রার্থী লড়বেন।
মোকনা ইউপিতে চেয়ারম্যান পদে ৫, নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন। ভাদ্রা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৫ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন ও নাগরপুরের ইউএনও সিফাত-ই-জাহান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ও বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবের টহল অব্যাহত থাকবে। স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের পুরো সময় জুড়ে দায়িত্ব পালন করবেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি ভোটকে উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয় থাকবেন। পাশাপাশি এই পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য প্রার্থী ও ভোটারদেরও সহযোগিতা করতে হবে।

নাগরপুর ও মধুপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার জনসাধারণ ভোট উৎসবে মেতে উঠবেন। ইতিমধ্যে নাগরপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাগরপুরের ১০৬টি ও মধুপুরের ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
মধুপুর প্রতিনিধি: মধুপুরের আলোকদিয়া ইউপিতে ১০টি কেন্দ্রে ১৯ হাজার ৭৯ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু সাঈদ তালুকদার দুলাল (নৌকা), আবু সাইদ খান সিদ্দিক (আনারস), রেজাউল ইসলাম বোরহান (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মোমিনুল হক মুকুল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ ছাড়া নারী সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোলাবাড়ী ইউপিতে ১০টি কেন্দ্রে ২৬ হাজার ৯৫৯ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা খান বাবলু (নৌকা) ও মো. মজিবর রহমান (আনারস) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়া ৯ জন নারী সদস্য ও ৪০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মির্জাবাড়ী ইউপিতে ১৯ হাজার ৬৩০ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী আজহারুল ইসলাম গত বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নৌকা প্রতীকে সাদিকুল ইসলাম সাদিক আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে আছেন। নারী সদস্য পদে ৯ জন ও সদস্য পদে ৩০ জন বিজয়ের স্বপ্ন নিয়ে প্রহর গুনছেন।
নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৮, সদস্য পদে ৪৬৬ ও নারী সদস্য পদে ১৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।
নাগরপুর সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী সদস্য ১৪ ও সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। মামুদনগর ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য ১২ ও সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। গয়হাটা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৩ ও সদস্য পদে ৫১ জন প্রার্থী লড়বেন।
দপ্তিয়র ইউপিতে চেয়ারম্যান পদে ৬, নারী সদস্য পদে ৯ ও সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বেকড়া আটগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৩, নারী সদস্য পদে ১১ ও সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সহবতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য পদে ১৪ ও সদস্য পদে ৫০ জন প্রার্থী লড়বেন।
সলিমাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য পদে ৮ ও সদস্য পদে ৪২ জন প্রার্থী লড়বেন। ভাদ্রা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৪ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন। ধুবড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪, নারী সদস্য ১৫ ও সদস্য পদে ২৮ জন প্রার্থী লড়বেন।
মোকনা ইউপিতে চেয়ারম্যান পদে ৫, নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন। ভাদ্রা ইউপিতে চেয়ারম্যান পদে ৭, নারী সদস্য পদে ১৫ ও সদস্য পদে ৪০ জন প্রার্থী লড়বেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন ও নাগরপুরের ইউএনও সিফাত-ই-জাহান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ও বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবের টহল অব্যাহত থাকবে। স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের পুরো সময় জুড়ে দায়িত্ব পালন করবেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি ভোটকে উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয় থাকবেন। পাশাপাশি এই পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য প্রার্থী ও ভোটারদেরও সহযোগিতা করতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫