Ajker Patrika

অ্যাপে মিলবে অভিজ্ঞ চিকিৎসকের তথ্য

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
অ্যাপে মিলবে অভিজ্ঞ চিকিৎসকের তথ্য

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টিটু কুমার দেব নাথ নামে এক ব্যক্তি ‘ফাইন্ড ডক্টরস’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন। সাধারণ মানুষ যাতে সহজে অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে ভালোভাবে জেনে চিকিৎসা করাতে পারেন সে জন্য তিনি অ্যাপটি তৈরি করেন।

অ্যাপটিতে নিবন্ধিত অভিজ্ঞ সব চিকিৎসকের তথ্য দেওয়া আছে। মোবাইল ফোন প্লে স্টোরে ঢুকে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটিতে আপাতত শুধু সিলেট বিভাগের চিকিৎসকদের তালিকা পাওয়া যাবে। ধারাবাহিকভাবে দেশের সব চিকিৎসকদের নামের তালিকা অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান টিটু।

টিটু কুমার দেব নাথ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ গ্রামের মনোরঞ্জন দেব নাথের ছেলে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে তিনি বড়লেখা পৌরশহরে কাপড়ের ব্যবসা করছেন।

টিটু কুমার দেব নাথ বলেন, ‘দেশে অনেক ভালো এবং অভিজ্ঞ চিকিৎসক আছেন। কিন্তু এসব অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে ধারণা নেই অনেক মানুষের। ফলে তারা প্রায়ই হাতুড়ে বা ভুয়া চিকিৎসকদের শরণাপন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব মানুষের কথা চিন্তা করে কিছু একটা করার তাগিদ অনুভব করি। এরপর এ রকম একটি অ্যাপ তৈরির চিন্তা মাথায় আসে।’

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘টিটু কুমার দেব নাথ ‘ফাইন্ড ডক্টরস’ নামে যে অ্যাপ তৈরি করেছেন তা খুবই উপকারী একটি অ্যাপ। কারণ এতে অভিজ্ঞ সব চিকিৎসকের তথ্য দেওয়া আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত