অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

ঝালঝোল, অম্বল খেয়ে পেটে সমস্যা বা মলত্যাগের সমস্যা হতে পারে। অনিয়মিত আহার, ব্যায়াম করেই খাবার খাওয়া, মাদকদ্রব্য সেবন ইত্যাদিতে আইবিএসের (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যা হতে পারে।
আইবিএস আমাদের পরিপাকতন্ত্রের একটি কার্যগত সমস্যা। আইবিএসের সঠিক কারণ ভালোভাবে জানা যায়নি। তবে পরিপাকনালির পেশির অস্বাভাবিক সংকোচন, প্রসারণ, স্নায়ুর সংকেতজনিত সমস্যা, উদ্বেগ ও মানসিক চাপ, পরিপাকতন্ত্রের সহজাত ও উপকারী ব্যাকটেরিয়ার পরিবর্তন ইত্যাদি কারণে আইবিএস হতে পারে।
আমাদের শরীরের সব অঙ্গ স্নায়ুর মাধ্যমে মগজের সঙ্গে যুক্ত। পেটে সমস্যা হলে মগজে সংকেত পৌঁছায়, তেমনি মগজে সমস্যা হলে পেটে সমস্যা দেখা দেয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সংযোগকে বলেন ‘গাট ব্রেন কানেকশন’। রাগ, দুশ্চিন্তা, উদ্বেগ এ রকম আবেগের প্রভাব মানুষের অন্ত্রে পড়ে। দীর্ঘদিন একে অবহেলা করলে এ থেকে হতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের মতো রোগ।
এই ক্রনিক পাচক নালির সমস্যায় আক্রান্ত ৩৫ মিলিয়ন আমেরিকান। অবাক হবেন না, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পল্লিগ্রামের মানুষের মধ্যেও একটি বড় অংশ আইবিএসে আক্রান্ত । ২ হাজার ৪২৬ জন কৃষক ও গৃহবধূর মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ২৪ দশমিক ৪ শতাংশ এবং নারীদের মধ্যে ২৭ দশমিক ৭ শতাংশ আইবিএসে আক্রান্ত। অন্যদিকে নগরবাসী পুরুষের মধ্যে ৬ দশমিক ৭ শতাংশ ও নারীর মধ্যে ৩ দশমিক ৬ শতাংশ আইবিএসের সমস্যায় ভুগছে।
রোগের ধরন
তিন ধরনের আইবিএস রয়েছে। ডায়রিয়াসহ আইবিএস, কোষ্ঠবদ্ধতাসহ আইবিএস ও মিশ্র বাওয়েল।
উপসর্গ
আইবিএসের সাতটি উপসর্গ অবহেলা করা উচিত নয়। উপসর্গের ব্যাপারে সচেতন হলে উপশম খোঁজা সহজ।
উপসর্গ আসে হয়তো ঢেউয়ের মতো, অনেকের থাকে কয়েক দিন বা সপ্তাহ। অনেকের থাকে প্রতিদিন।
যা করতে হবে
কার্ডেও ব্যায়াম, শ্বাসের ব্যায়াম, ধ্যান, যোগব্যায়াম নিয়মিত করতে পারলে উপকার পাওয়া যায়। পাশাপাশি ধূমপান ও মদ্যপান বর্জন করতে হবে। রোজ আদাকুচি চিবোতে পারেন বা আদা চা পান করতে পারেন। তবে সবার আগে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।

ঝালঝোল, অম্বল খেয়ে পেটে সমস্যা বা মলত্যাগের সমস্যা হতে পারে। অনিয়মিত আহার, ব্যায়াম করেই খাবার খাওয়া, মাদকদ্রব্য সেবন ইত্যাদিতে আইবিএসের (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যা হতে পারে।
আইবিএস আমাদের পরিপাকতন্ত্রের একটি কার্যগত সমস্যা। আইবিএসের সঠিক কারণ ভালোভাবে জানা যায়নি। তবে পরিপাকনালির পেশির অস্বাভাবিক সংকোচন, প্রসারণ, স্নায়ুর সংকেতজনিত সমস্যা, উদ্বেগ ও মানসিক চাপ, পরিপাকতন্ত্রের সহজাত ও উপকারী ব্যাকটেরিয়ার পরিবর্তন ইত্যাদি কারণে আইবিএস হতে পারে।
আমাদের শরীরের সব অঙ্গ স্নায়ুর মাধ্যমে মগজের সঙ্গে যুক্ত। পেটে সমস্যা হলে মগজে সংকেত পৌঁছায়, তেমনি মগজে সমস্যা হলে পেটে সমস্যা দেখা দেয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সংযোগকে বলেন ‘গাট ব্রেন কানেকশন’। রাগ, দুশ্চিন্তা, উদ্বেগ এ রকম আবেগের প্রভাব মানুষের অন্ত্রে পড়ে। দীর্ঘদিন একে অবহেলা করলে এ থেকে হতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের মতো রোগ।
এই ক্রনিক পাচক নালির সমস্যায় আক্রান্ত ৩৫ মিলিয়ন আমেরিকান। অবাক হবেন না, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পল্লিগ্রামের মানুষের মধ্যেও একটি বড় অংশ আইবিএসে আক্রান্ত । ২ হাজার ৪২৬ জন কৃষক ও গৃহবধূর মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ২৪ দশমিক ৪ শতাংশ এবং নারীদের মধ্যে ২৭ দশমিক ৭ শতাংশ আইবিএসে আক্রান্ত। অন্যদিকে নগরবাসী পুরুষের মধ্যে ৬ দশমিক ৭ শতাংশ ও নারীর মধ্যে ৩ দশমিক ৬ শতাংশ আইবিএসের সমস্যায় ভুগছে।
রোগের ধরন
তিন ধরনের আইবিএস রয়েছে। ডায়রিয়াসহ আইবিএস, কোষ্ঠবদ্ধতাসহ আইবিএস ও মিশ্র বাওয়েল।
উপসর্গ
আইবিএসের সাতটি উপসর্গ অবহেলা করা উচিত নয়। উপসর্গের ব্যাপারে সচেতন হলে উপশম খোঁজা সহজ।
উপসর্গ আসে হয়তো ঢেউয়ের মতো, অনেকের থাকে কয়েক দিন বা সপ্তাহ। অনেকের থাকে প্রতিদিন।
যা করতে হবে
কার্ডেও ব্যায়াম, শ্বাসের ব্যায়াম, ধ্যান, যোগব্যায়াম নিয়মিত করতে পারলে উপকার পাওয়া যায়। পাশাপাশি ধূমপান ও মদ্যপান বর্জন করতে হবে। রোজ আদাকুচি চিবোতে পারেন বা আদা চা পান করতে পারেন। তবে সবার আগে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫