Ajker Patrika

পালিয়ে প্রতারণার শিকার কিশোরী

তারাকান্দা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
পালিয়ে প্রতারণার শিকার কিশোরী

নাটোরের লালপুরের এক কিশোরী (১৭) প্রেমের টানে পালিয়ে তারাকান্দায় এসে প্রতারণার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীকে তারাকান্দা থানা-পুলিশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার একটি গ্রামের ওই কিশোরী গত ১০ নভেম্বর সকালে ফুফুর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন একটি ফোন নম্বর থেকে তার বাবাকে ফোনে বলা হয়, ‘আপনার মেয়ে তারাকান্দার পাগুলী গ্রামে অবস্থান করছে। ওই মেয়ে আমার শালার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক করে চলে এসেছে।’

ফোনে তাদের বিয়ে দেওয়ার খরচ বাবদ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। ফোনে আরও বলা হয়, ‘আমার শালা বর্তমানে সেনাবাহিনীতে চাকরি করে। সে ভালো ছেলে। এই কথা বিশ্বাস করে মেয়ের বাবা ১৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। গত ১৩ নভেম্বর আবার এক লাখ টাকা দাবি করে মেয়েকে সেখান থেকে নিয়ে যেতে বলেন।’

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘ছেলের ভগ্নিপতি মেয়েটিকে এক ইউপি চেয়ারম্যানের কাছে রেখে যায়। পরে চেয়ারম্যান থানায় নিয়ে আসেন। পুলিশ পরিবারের লোকজনের নিকট মেয়েকে হস্তান্তর করেন।’

লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত