নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে পুলিশ এখন সুমন শিকদার ওরফে মুসাকে মূল ব্যক্তি বলে মনে করছে। তারা বলছে, মুসাকে পাওয়া গেলেই এ ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। শুটার দাবি করে বগুড়া থেকে গ্রেপ্তার মাসুম মোহাম্মাদ আকাশের মুখে মুসার নাম শোনার পর থেকে তাঁকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা।
মামলার তদন্তসংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সন্দেহের শীর্ষে থাকা মুসা এ হত্যাকাণ্ডের পরই এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রযুক্তির ব্যবহার করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার পরের দিন দেশের পশ্চিম সীমান্তবর্তী এক জেলায় মুসার অবস্থান শনাক্ত করেন।
কিন্তু তারপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তবে মুসা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সেসব সীমান্ত এলাকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।
জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, টিপু হত্যায় মাসুমের পর আর কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে মাসুম বেশ কিছু তথ্য ও ব্যক্তির নাম বলেছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। তিনি এ সময় বাসায় ফিরছিলেন। তাঁর গাড়ি যানজটে পড়ার পর মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা এক যুবক টিপুকে লক্ষ্য করে গুলি করেন। তাঁর এলোপাতাড়ি গুলিতে রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দুই দিন পর পুলিশ মাসুম মোহাম্মাদ আকাশ নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশ দাবি করে, তিনি গুলি ছুড়ে টিপু ও সামিয়াকে খুন করেছেন। মাসুম মূলত একজন ভাড়াটে খুনি। ওই ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পুলিশ বলছে, এই সুমন শিকদার মুসাই গ্রেপ্তার হওয়া মাসুম মোহাম্মাদ ওরফে আকাশকে টিপু খুনের চুক্তি দিয়েছিলেন। যার পেছনে ছিলেন শীর্ষ সন্ত্রাসী জিসান। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ নিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, যুবলীগের কর্মী রিজভী হাসান ওরফে বোঁচা বাবু হত্যা মামলার আসামিদের সঙ্গে বাদীর সমঝোতা করতে টিপুর সাহায্য না করা। বোঁচা বাবুকে ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনিতে গুলি করে হত্যা করা হয়। এ মামলার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, তাঁর সহযোগী নাসির উদ্দিন, সাগর, সালেহ ও মুসা আসামি ছিলেন।

আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে পুলিশ এখন সুমন শিকদার ওরফে মুসাকে মূল ব্যক্তি বলে মনে করছে। তারা বলছে, মুসাকে পাওয়া গেলেই এ ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। শুটার দাবি করে বগুড়া থেকে গ্রেপ্তার মাসুম মোহাম্মাদ আকাশের মুখে মুসার নাম শোনার পর থেকে তাঁকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা।
মামলার তদন্তসংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সন্দেহের শীর্ষে থাকা মুসা এ হত্যাকাণ্ডের পরই এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রযুক্তির ব্যবহার করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার পরের দিন দেশের পশ্চিম সীমান্তবর্তী এক জেলায় মুসার অবস্থান শনাক্ত করেন।
কিন্তু তারপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তবে মুসা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সেসব সীমান্ত এলাকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।
জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, টিপু হত্যায় মাসুমের পর আর কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে মাসুম বেশ কিছু তথ্য ও ব্যক্তির নাম বলেছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। তিনি এ সময় বাসায় ফিরছিলেন। তাঁর গাড়ি যানজটে পড়ার পর মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা এক যুবক টিপুকে লক্ষ্য করে গুলি করেন। তাঁর এলোপাতাড়ি গুলিতে রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দুই দিন পর পুলিশ মাসুম মোহাম্মাদ আকাশ নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশ দাবি করে, তিনি গুলি ছুড়ে টিপু ও সামিয়াকে খুন করেছেন। মাসুম মূলত একজন ভাড়াটে খুনি। ওই ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পুলিশ বলছে, এই সুমন শিকদার মুসাই গ্রেপ্তার হওয়া মাসুম মোহাম্মাদ ওরফে আকাশকে টিপু খুনের চুক্তি দিয়েছিলেন। যার পেছনে ছিলেন শীর্ষ সন্ত্রাসী জিসান। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ নিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, যুবলীগের কর্মী রিজভী হাসান ওরফে বোঁচা বাবু হত্যা মামলার আসামিদের সঙ্গে বাদীর সমঝোতা করতে টিপুর সাহায্য না করা। বোঁচা বাবুকে ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনিতে গুলি করে হত্যা করা হয়। এ মামলার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, তাঁর সহযোগী নাসির উদ্দিন, সাগর, সালেহ ও মুসা আসামি ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫