
অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান

অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫