Ajker Patrika

ট্যানারি শ্রমিকদের স্বাস্থ্য সহায়তা

সাভার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৯
ট্যানারি শ্রমিকদের স্বাস্থ্য সহায়তা

সাভারের চামড়া শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। গতকাল বুধবার সকালে সলিডারিটি সেন্টার বাংলাদেশের সহযোগিতায় উপজেলার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।

এ স্বাস্থ্য ক্যাম্প থেকে গতকাল দেড় শতাধিক শ্রমিককে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি সকলের জন্য বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা রাখা হয়। মেডিসিন বিশেষজ্ঞ ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা স্বাস্থ্য ক্যাম্পে শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন।

ইউএনও মো. মাজহারুল ইসলাম শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়ে সলিডারিটি সেন্টার বাংলাদেশের এমন আয়োজনকে স্বাগত জানান। তিনি নিয়মিত তাদের এ কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করেন। সব কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা উপকরণ সরবরাহসহ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য মালিকদের প্রতি অনুরোধ করেন।

স্বাস্থ্য ক্যাম্পে সভাপতিত্ব করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এতে আরও উপস্থিত ছিলেন, অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের নির্বাহী পরিচালক এম এ মাজেদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারি লিমিটেডের এমডি মো. সাখাওয়াত উল্লাহ, সলিডারিটি সেন্টার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত