
চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে অনেক জায়গায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত গতকাল রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব হয়েছে বলে জানা গেছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রায় সব কেন্দ্রেই ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শরীয়তপুরের ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন। ভোটের আগের দিন পর্যন্ত প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে হুমকি-ধমকি আর ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটলেও নির্বাচনের দিন পাল্টে যায় পরিবেশ। ভোটারেরা বলছেন, দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ায় ভোট উৎসব চলছে প্রতিটি নির্বাচনী এলাকায়। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ও পুরুষ ভোটারেরা। বিচ্ছিন্নভাবে দুই একটি কেন্দ্রে সামান্য উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন ইউপি ঘুরে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে বিনা বাধায় ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক ভোটার। অনেক বয়স্ক ভোটার আত্মীয়-স্বজনের সহায়তায় ভোট কেন্দ্রে এসে নির্দ্বিধায় ভোট দিয়েছেন। গতকাল বেলা ৩টা পর্যন্ত গড়ে প্রতিটি কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। ডামুড্যা উপজেলার ইসলামপুর, ধানকাঠি, পূর্ব ডামুড্যা, সিধলকুড়াসহ প্রায় প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটারেরা।
পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার মিজানুর রহমান বলেন, ‘১০ বছর আগে ভোটার হয়েছি। এর আগে দুটি ইউপি নির্বাচনে ভোট দিতে পারিনি। কেন্দ্রে গিয়ে জানতে পেরেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। ভোটার হওয়ার পর এই বছরই প্রথম ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’
ইসলামপুর ইউনিয়নের ভোটার লিপি আক্তার বলেন, ‘নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। দলীয় প্রতীক থাকলে গন্ডগোল লাগে। এইবার শান্তিতে ভোট দিতে পারছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী মাঠে থেকে কাজ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভোটার, প্রার্থী ও কর্মী-সমর্থকদের সহায়তায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটারেরা। কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।’
শিবচর (মাদারীপুর): শিবচরের ৩টি ইউপিতে চতুর্থ ধাপে ভোট হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে প্রতিটি ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটারেরা জানিয়েছেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় জনগণের পছন্দের প্রার্থী ছিল। এ কারণেই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল।
উমেদপুর ইউপির একটি কেন্দ্রে ভোট দিতে আসেন প্রায় শত বছর বয়স্ক এক নারী। তিনি বলেন, ‘ভোট দিতে আইছি। জীবনের শেষ ভোটও হইতে পারে এইটা। বাড়ির পাশের এক নাতিরে নিয়া আইছি।’
রোকেয়া বেগম নামের অসুস্থ আরেক নারী বলেন, ‘কিছুদিন আগে দুর্ঘটনায় পায়ে সমস্যা হয়েছে। এরপরও ভোট দিতে এসেছি। প্রার্থীর সংখ্যা বেশি। এবার একটা ভোটেরও দাম আছে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউপিতে চেয়ারম্যান পদে আ. লতিফ মুন্সী (চশমা), আনোয়ার হোসেন মুন্সী (টেবিল ফ্যান), নুরুজ্জামান মুন্সী (আনারস), নুরুল হক (টেলিফোন) এবং জাতীয় পার্টির হায়াদ হাওলাদার (লাঙল)। সন্নাসীরচর ইউপিতে আব্দুর রউফ হাওলাদার (ঘোড়া), আক্তারুজ্জামান (আনারস), দেলোয়ার হোসেন (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোশাররফ হোসেন (হাতপাখা), সিরাজুল ইসলাম (টেলিফোন) এবং রফিকুল ইসলাম তারেক (চশমা)।
ভদ্রাসন ইউনিয়নে আব্দুর রউফ সিকদার (আনারস), আ. ওহিম ব্যাপারী (চশমা), মফিজ ব্যাপারী (মোটরসাইকেল) এবং মো. মাহাবুব আলম (টেলিফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘শান্তিপূর্ণ ভাবে উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসবমুখোর পরিবেশ ছিল সব জায়গায়।’

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে অনেক জায়গায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত গতকাল রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব হয়েছে বলে জানা গেছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রায় সব কেন্দ্রেই ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শরীয়তপুরের ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন। ভোটের আগের দিন পর্যন্ত প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে হুমকি-ধমকি আর ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটলেও নির্বাচনের দিন পাল্টে যায় পরিবেশ। ভোটারেরা বলছেন, দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ায় ভোট উৎসব চলছে প্রতিটি নির্বাচনী এলাকায়। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ও পুরুষ ভোটারেরা। বিচ্ছিন্নভাবে দুই একটি কেন্দ্রে সামান্য উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন ইউপি ঘুরে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে বিনা বাধায় ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক ভোটার। অনেক বয়স্ক ভোটার আত্মীয়-স্বজনের সহায়তায় ভোট কেন্দ্রে এসে নির্দ্বিধায় ভোট দিয়েছেন। গতকাল বেলা ৩টা পর্যন্ত গড়ে প্রতিটি কেন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। ডামুড্যা উপজেলার ইসলামপুর, ধানকাঠি, পূর্ব ডামুড্যা, সিধলকুড়াসহ প্রায় প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটারেরা।
পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার মিজানুর রহমান বলেন, ‘১০ বছর আগে ভোটার হয়েছি। এর আগে দুটি ইউপি নির্বাচনে ভোট দিতে পারিনি। কেন্দ্রে গিয়ে জানতে পেরেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। ভোটার হওয়ার পর এই বছরই প্রথম ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’
ইসলামপুর ইউনিয়নের ভোটার লিপি আক্তার বলেন, ‘নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। দলীয় প্রতীক থাকলে গন্ডগোল লাগে। এইবার শান্তিতে ভোট দিতে পারছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী মাঠে থেকে কাজ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভোটার, প্রার্থী ও কর্মী-সমর্থকদের সহায়তায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটারেরা। কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।’
শিবচর (মাদারীপুর): শিবচরের ৩টি ইউপিতে চতুর্থ ধাপে ভোট হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে প্রতিটি ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটারেরা জানিয়েছেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় জনগণের পছন্দের প্রার্থী ছিল। এ কারণেই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল।
উমেদপুর ইউপির একটি কেন্দ্রে ভোট দিতে আসেন প্রায় শত বছর বয়স্ক এক নারী। তিনি বলেন, ‘ভোট দিতে আইছি। জীবনের শেষ ভোটও হইতে পারে এইটা। বাড়ির পাশের এক নাতিরে নিয়া আইছি।’
রোকেয়া বেগম নামের অসুস্থ আরেক নারী বলেন, ‘কিছুদিন আগে দুর্ঘটনায় পায়ে সমস্যা হয়েছে। এরপরও ভোট দিতে এসেছি। প্রার্থীর সংখ্যা বেশি। এবার একটা ভোটেরও দাম আছে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউপিতে চেয়ারম্যান পদে আ. লতিফ মুন্সী (চশমা), আনোয়ার হোসেন মুন্সী (টেবিল ফ্যান), নুরুজ্জামান মুন্সী (আনারস), নুরুল হক (টেলিফোন) এবং জাতীয় পার্টির হায়াদ হাওলাদার (লাঙল)। সন্নাসীরচর ইউপিতে আব্দুর রউফ হাওলাদার (ঘোড়া), আক্তারুজ্জামান (আনারস), দেলোয়ার হোসেন (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোশাররফ হোসেন (হাতপাখা), সিরাজুল ইসলাম (টেলিফোন) এবং রফিকুল ইসলাম তারেক (চশমা)।
ভদ্রাসন ইউনিয়নে আব্দুর রউফ সিকদার (আনারস), আ. ওহিম ব্যাপারী (চশমা), মফিজ ব্যাপারী (মোটরসাইকেল) এবং মো. মাহাবুব আলম (টেলিফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘শান্তিপূর্ণ ভাবে উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসবমুখোর পরিবেশ ছিল সব জায়গায়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫