নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নভেম্বরের মাঝামাঝি থেকে পোষা বিড়ালের মতো পায়ে পায়ে ঘুরছিল তুলতুলে ঠান্ডা। সেই ঠান্ডা ছড়িয়ে পড়েছিল শরীর অবধি। আর শরীরের শীতকাল মানেই মনের বসন্তকাল। শীতের সঙ্গে বিষণ্ণতা, পাতা ঝরার যে গাঁটছড়া, তাকে দূরে সরিয়ে রেখে মনে মনে ভালোবাসার বসন্ত উৎসব। এমনই চির আরাধ্য পয়লা ফাল্গুন আজ।
প্রকৃতিতে নতুন পাতার আগমন ও পাখির গানে আবারও ফিরে এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। সেই পলাশের রং গায়ে মেখে বসন্তের আগমনী দমকা হাওয়ার গভীর আবেগে তরুণ-তরুণীরা গেয়ে উঠবে ‘বসন্ত এসে গেছে’।
বাসন্তী রঙে সেজে তারা কোকিলের মতো কুহু কুহু ডাকে রাঙিয়ে তুলবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ শহরের অলিগলি।
পয়লা ফাল্গুনের পাশাপাশি আজ উদ্যাপিত হবে ‘ভ্যালেন্টাইনস ডে’। এই ভালোবাসার ফাল্গুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তাদের বাসন্তী সাজ আর দুরন্ত ভালোবাসার উন্মাদনা ও উচ্ছলতায় ভাসবে শহর, নগর ও গ্রামীণ জনপদ। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গুঁজবে ফুল। হাতে পরবে কাচের চুড়ি। তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে শহরজুড়ে ঘুরে বেড়াবে প্রিয় মানুষের হাত ধরে।
তবে করোনা সংক্রমণের কারণে এবারের বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবসের আয়োজন থাকবে সীমিত পরিসরে। এমনটিই জানিয়েছেন জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উদ্যাপিত হবে।
উদ্যাপন পরিষদ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এবারের উৎসব উদ্যাপন করা হবে। আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বসন্ত-কথন পর্বে অংশ নেবেন স্থপতি সফিউদ্দিন আহমেদ, উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। থাকবে আবির বিনিময় ও পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠান।
তবে করোনার কারণে এবার উত্তরা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

নভেম্বরের মাঝামাঝি থেকে পোষা বিড়ালের মতো পায়ে পায়ে ঘুরছিল তুলতুলে ঠান্ডা। সেই ঠান্ডা ছড়িয়ে পড়েছিল শরীর অবধি। আর শরীরের শীতকাল মানেই মনের বসন্তকাল। শীতের সঙ্গে বিষণ্ণতা, পাতা ঝরার যে গাঁটছড়া, তাকে দূরে সরিয়ে রেখে মনে মনে ভালোবাসার বসন্ত উৎসব। এমনই চির আরাধ্য পয়লা ফাল্গুন আজ।
প্রকৃতিতে নতুন পাতার আগমন ও পাখির গানে আবারও ফিরে এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। সেই পলাশের রং গায়ে মেখে বসন্তের আগমনী দমকা হাওয়ার গভীর আবেগে তরুণ-তরুণীরা গেয়ে উঠবে ‘বসন্ত এসে গেছে’।
বাসন্তী রঙে সেজে তারা কোকিলের মতো কুহু কুহু ডাকে রাঙিয়ে তুলবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ শহরের অলিগলি।
পয়লা ফাল্গুনের পাশাপাশি আজ উদ্যাপিত হবে ‘ভ্যালেন্টাইনস ডে’। এই ভালোবাসার ফাল্গুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তাদের বাসন্তী সাজ আর দুরন্ত ভালোবাসার উন্মাদনা ও উচ্ছলতায় ভাসবে শহর, নগর ও গ্রামীণ জনপদ। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গুঁজবে ফুল। হাতে পরবে কাচের চুড়ি। তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে শহরজুড়ে ঘুরে বেড়াবে প্রিয় মানুষের হাত ধরে।
তবে করোনা সংক্রমণের কারণে এবারের বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবসের আয়োজন থাকবে সীমিত পরিসরে। এমনটিই জানিয়েছেন জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উদ্যাপিত হবে।
উদ্যাপন পরিষদ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এবারের উৎসব উদ্যাপন করা হবে। আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বসন্ত-কথন পর্বে অংশ নেবেন স্থপতি সফিউদ্দিন আহমেদ, উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। থাকবে আবির বিনিময় ও পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠান।
তবে করোনার কারণে এবার উত্তরা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫