সম্পাদকীয়

পৃথিবীর বুকে রাশিয়ায় প্রথম শ্রমিকশ্রেণির রাষ্ট্র নির্মাণের অগ্রদূত ছিলেন লেনিন। লেনিন তাঁর পিতৃপ্রদত্ত নাম নয়। তাঁর আসল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ১৯০২ সালে তিনি লেনিন নাম গ্রহণ করেন।
লেনিনের জন্ম ১৮৭০ সালের ২২ এপ্রিল রাশিয়ার সিমবার্স শহরে। তাঁর বয়স যখন ১১ বছর, ১৮৮৭ সালে লেনিনের বড় ভাই আলেক্সান্ডার উলিয়ানভকে তৃতীয় জার আলেক্সান্ডারকে হত্যা ষড়যন্ত্রের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই শৈশবে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা তাঁকে ভীষণভাবে আলোড়িত করে। তাই তিনি জার উচ্ছেদে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন।
১৮৮৭ সালের ডিসেম্বরে কাজান বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কারণে লেনিন গ্রেপ্তার হন এবং তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন পরীক্ষায় পাস করে কিছুদিন ওকালতিও করেন। তত দিনে তিনি জার্মান চিন্তাবিদ কার্ল মার্ক্সের রচনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে ওঠেন। ১৮৯৫ সালের ডিসেম্বরে আবার জারের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৮৯৮ সালের ফেব্রুয়ারি মাসে লেনিনকে তিন বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়।
১৮৯২ সালে লেনিন সামারায় প্রথম মার্ক্সবাদী দল গঠন করেন। এরপর তিনি রাশিয়ার রাজধানী পিটার্সবার্গে চলে আসেন। মার্ক্সবাদের গভীর জ্ঞান এবং রুশীয় পরিস্থিতিতে তা প্রয়োগের দক্ষতা, শ্রমিকদের অধিকার আদায়ে অবিচল থাকায় পিটার্সবার্গে মার্ক্সবাদী স্বীকৃত নেতা হয়ে উঠেছিলেন।
১৯১৭ সালের অক্টোবর বিপ্লব রাশান প্রভিশনাল গভর্নমেন্টকে উচ্ছেদ করে জার শাসন ও রুশ সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। বলশেভিকদের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে প্রলেতারিয়েত রাজ কায়েমের লক্ষ্যে জার শাসনের অবসান ঘটে।
১৯২৪ সালে রাশিয়ার সংবিধান গৃহীত হয়। নিজ দেশে সমাজতন্ত্র কায়েম করেই লেনিনের পার্টি থেমে থাকেনি, পুঁজিবাদের শোষণ থেকে পৃথিবীকে মুক্ত করতে বিপ্লব রপ্তানি করার দায়িত্বও তাঁর নেতৃত্বে অবিচলভাবে পালিত হয়। তাই আজও পুঁজিবাদী বিশ্বের আতঙ্ক লেনিন এবং তাঁর অনুসারীরা।

পৃথিবীর বুকে রাশিয়ায় প্রথম শ্রমিকশ্রেণির রাষ্ট্র নির্মাণের অগ্রদূত ছিলেন লেনিন। লেনিন তাঁর পিতৃপ্রদত্ত নাম নয়। তাঁর আসল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ১৯০২ সালে তিনি লেনিন নাম গ্রহণ করেন।
লেনিনের জন্ম ১৮৭০ সালের ২২ এপ্রিল রাশিয়ার সিমবার্স শহরে। তাঁর বয়স যখন ১১ বছর, ১৮৮৭ সালে লেনিনের বড় ভাই আলেক্সান্ডার উলিয়ানভকে তৃতীয় জার আলেক্সান্ডারকে হত্যা ষড়যন্ত্রের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই শৈশবে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা তাঁকে ভীষণভাবে আলোড়িত করে। তাই তিনি জার উচ্ছেদে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন।
১৮৮৭ সালের ডিসেম্বরে কাজান বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কারণে লেনিন গ্রেপ্তার হন এবং তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন পরীক্ষায় পাস করে কিছুদিন ওকালতিও করেন। তত দিনে তিনি জার্মান চিন্তাবিদ কার্ল মার্ক্সের রচনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে ওঠেন। ১৮৯৫ সালের ডিসেম্বরে আবার জারের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৮৯৮ সালের ফেব্রুয়ারি মাসে লেনিনকে তিন বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়।
১৮৯২ সালে লেনিন সামারায় প্রথম মার্ক্সবাদী দল গঠন করেন। এরপর তিনি রাশিয়ার রাজধানী পিটার্সবার্গে চলে আসেন। মার্ক্সবাদের গভীর জ্ঞান এবং রুশীয় পরিস্থিতিতে তা প্রয়োগের দক্ষতা, শ্রমিকদের অধিকার আদায়ে অবিচল থাকায় পিটার্সবার্গে মার্ক্সবাদী স্বীকৃত নেতা হয়ে উঠেছিলেন।
১৯১৭ সালের অক্টোবর বিপ্লব রাশান প্রভিশনাল গভর্নমেন্টকে উচ্ছেদ করে জার শাসন ও রুশ সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। বলশেভিকদের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে প্রলেতারিয়েত রাজ কায়েমের লক্ষ্যে জার শাসনের অবসান ঘটে।
১৯২৪ সালে রাশিয়ার সংবিধান গৃহীত হয়। নিজ দেশে সমাজতন্ত্র কায়েম করেই লেনিনের পার্টি থেমে থাকেনি, পুঁজিবাদের শোষণ থেকে পৃথিবীকে মুক্ত করতে বিপ্লব রপ্তানি করার দায়িত্বও তাঁর নেতৃত্বে অবিচলভাবে পালিত হয়। তাই আজও পুঁজিবাদী বিশ্বের আতঙ্ক লেনিন এবং তাঁর অনুসারীরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫