মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ওএমএসের চাল বিতরণ স্থানে দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ১০টার পর বিক্রি শুরু হলেও ভোর থেকেই ব্যাগ নিয়ে লাইনে অবস্থান করেন শত শত নারী-পুরুষ। ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাল না পেয়ে খালি হাতে ফিরছেন বলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন।
চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানোর দাবি করছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার সকালে উপজেলার পৌর শহরের সানকিভাঙ্গা, বারইখালীর ফেরিঘাট, কলেজ রোড ও নব্বইরশী স্থানে ওএমএসের চাল বিক্রি করা হয়।
পাঁচ কেজি চাল পাওয়ার অপেক্ষায় সকাল থেকেই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যান সানকিভাঙ্গা গ্রামের ফেরদৌসী বেগম (৫৫), রনজিনা বেগম (৬০), জাহানারা বেগম (৫৮), আলতাফ শেখ (৬০), আবুল কালাম (৭০), গুয়াবাড়িয়া গ্রামের রশিদ শেখ ও পুটিখালী গ্রামের আব্দুল গফফারসহ (৫০) শতাধিক ক্রেতা। তাঁদের অনেকে অভিযোগ করে বলেন, চার দিন এসেও লাইনের মাথায় যেতে পারিনি। ভোর ছয়টায় এসেও দেখি নারী-পুরুষের দুই লাইনে ২ থেকে ৩০০ লোক অবস্থান করছে।
তারা বলছেন, সকাল ১০টায় চাল দেওয়া শুরু হয় এবং ১১টায় শেষ হয়ে যায়। ডিলাররা বলছেন, চাল নেই। এ বিষয়ে সানকিভাঙ্গা ওএমএস ডিলার নিজামুল ইসলাম বলেন, ওএমএস কার্যক্রমের শুরুতেই প্রতিদিন দুই টন চাল একজন ডিলারের বরাদ্দ ছিল।
১৫ অক্টোবর থেকে বরাদ্দ কমিয়ে এক টন করা হয়েছে। ভোর থেকেই শত শত লোক লাইনে দাঁড়ান বলে স্বীকার করেছেন তিনি। শুধু পৌরসভার একটি ওয়ার্ডের নয়, ১০টি ইউনিয়নের মানুষ চাল নিতে আসে এখানে। প্রতিদিন সরকারনির্ধারিত ২০০ মানুষকে ৫ কেজি করে ১৫০ টাকায় চাল দেওয়া যায়। আগের বরাদ্দ ঠিক থাকলে কিছুটা এ সমস্যা লাঘব হবে বলে জানান ডিলাররা।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ওএমএসের চাল বিতরণে সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হবে।কোনো বিরতি না দিয়ে প্রতিদিন একটি স্পটে চাল বিতরণের পরিকল্পনা রয়েছে। তাহলে এ সমস্যা থাকবে না।

বাগেরহাটের মোরেলগঞ্জে ওএমএসের চাল বিতরণ স্থানে দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ১০টার পর বিক্রি শুরু হলেও ভোর থেকেই ব্যাগ নিয়ে লাইনে অবস্থান করেন শত শত নারী-পুরুষ। ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাল না পেয়ে খালি হাতে ফিরছেন বলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন।
চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানোর দাবি করছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার সকালে উপজেলার পৌর শহরের সানকিভাঙ্গা, বারইখালীর ফেরিঘাট, কলেজ রোড ও নব্বইরশী স্থানে ওএমএসের চাল বিক্রি করা হয়।
পাঁচ কেজি চাল পাওয়ার অপেক্ষায় সকাল থেকেই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যান সানকিভাঙ্গা গ্রামের ফেরদৌসী বেগম (৫৫), রনজিনা বেগম (৬০), জাহানারা বেগম (৫৮), আলতাফ শেখ (৬০), আবুল কালাম (৭০), গুয়াবাড়িয়া গ্রামের রশিদ শেখ ও পুটিখালী গ্রামের আব্দুল গফফারসহ (৫০) শতাধিক ক্রেতা। তাঁদের অনেকে অভিযোগ করে বলেন, চার দিন এসেও লাইনের মাথায় যেতে পারিনি। ভোর ছয়টায় এসেও দেখি নারী-পুরুষের দুই লাইনে ২ থেকে ৩০০ লোক অবস্থান করছে।
তারা বলছেন, সকাল ১০টায় চাল দেওয়া শুরু হয় এবং ১১টায় শেষ হয়ে যায়। ডিলাররা বলছেন, চাল নেই। এ বিষয়ে সানকিভাঙ্গা ওএমএস ডিলার নিজামুল ইসলাম বলেন, ওএমএস কার্যক্রমের শুরুতেই প্রতিদিন দুই টন চাল একজন ডিলারের বরাদ্দ ছিল।
১৫ অক্টোবর থেকে বরাদ্দ কমিয়ে এক টন করা হয়েছে। ভোর থেকেই শত শত লোক লাইনে দাঁড়ান বলে স্বীকার করেছেন তিনি। শুধু পৌরসভার একটি ওয়ার্ডের নয়, ১০টি ইউনিয়নের মানুষ চাল নিতে আসে এখানে। প্রতিদিন সরকারনির্ধারিত ২০০ মানুষকে ৫ কেজি করে ১৫০ টাকায় চাল দেওয়া যায়। আগের বরাদ্দ ঠিক থাকলে কিছুটা এ সমস্যা লাঘব হবে বলে জানান ডিলাররা।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ওএমএসের চাল বিতরণে সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হবে।কোনো বিরতি না দিয়ে প্রতিদিন একটি স্পটে চাল বিতরণের পরিকল্পনা রয়েছে। তাহলে এ সমস্যা থাকবে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫