নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল। আয়তনে ছোট হলেও পার্শ্ববর্তী গ্রামের পানিনিষ্কাশনে খালটির ভূমিকা বেশ বড়। অথচ সেই খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার পানিনিষ্কাশন। বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ অবস্থায় খালের মুখ উন্মুক্ত করার দাবিতে গত শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী।
স্থানীয় লোকজন জানান, খালটি মিশেছে হালতি বিলের অন্য একটি বড় খালের সঙ্গে। বিভিন্ন সময় দখল হতে হতে ছোট এ খাল আরও ছোট হয়ে বর্তমানে দুই একরে গিয়ে ঠেকেছে। খালের উত্তর পাশ আগেই দখল হয়ে গিয়েছিল। সেখানে মাটি ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় পানিপ্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এবার পূর্ব পাশে নলডাঙ্গা-মাধনগর সড়কের নিচের দিকে বাঁধ দিয়ে খালের পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী আজিজুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, ‘মাধনগর ভূমি কার্যালয়ের তহশিলদার খালটি রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। আমি এ খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি।’
আজিজুল ইসলামের মাছ চাষের উদ্যোগে তাঁকে লাভবান করলেও ভোগান্তির শিকার গ্রামের শতাধিক পরিবার। তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পশ্চিম মাধনগর গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেককে বর্ষার সময় অন্যত্র আশ্রয় নিতে হয়।
খালটি দখলমুক্ত করে দুই পাড়ের বাঁধ অপসারণের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধন শেষে পশ্চিম মাধনগর গ্রামের দুলাল সরদার অভিযোগ করে বলেন, প্রায় ৭-৮ বিঘা এলাকাজুড়ে খালটির পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করার অনুমতি দিয়েছেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধনগর ভূমি অফিস।
মাধনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ তাহের বলেন, জলমহাল নীতিমালায় খালটি ভোগদখল করবে মাধনগর ইউনিয়ন ভূমি অফিস। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খালটি রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করার জন্য স্থানীয় আজিজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। অনেক আগে থেকে এভাবে চলে আসছে। তবে চাষকৃত মাছ বিক্রির টাকা কোথায় যায় প্রশ্নে তিনি বলেন, ভূমি অফিসের মাটিকাটা ও রক্ষণাবেক্ষণের কাজে টাকাগুলো ব্যয় হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, মাধনগর ভূমি কার্যালয়ের পাশের জলমহালটি জেলা প্রশাসকের অধীনে। তাই এ বিষয়ে জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি নলডাঙ্গার ইউএনওকে ব্যবস্থা গ্রহণের জন্য বলে দিচ্ছি।’

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল। আয়তনে ছোট হলেও পার্শ্ববর্তী গ্রামের পানিনিষ্কাশনে খালটির ভূমিকা বেশ বড়। অথচ সেই খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার পানিনিষ্কাশন। বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ অবস্থায় খালের মুখ উন্মুক্ত করার দাবিতে গত শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী।
স্থানীয় লোকজন জানান, খালটি মিশেছে হালতি বিলের অন্য একটি বড় খালের সঙ্গে। বিভিন্ন সময় দখল হতে হতে ছোট এ খাল আরও ছোট হয়ে বর্তমানে দুই একরে গিয়ে ঠেকেছে। খালের উত্তর পাশ আগেই দখল হয়ে গিয়েছিল। সেখানে মাটি ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় পানিপ্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এবার পূর্ব পাশে নলডাঙ্গা-মাধনগর সড়কের নিচের দিকে বাঁধ দিয়ে খালের পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী আজিজুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, ‘মাধনগর ভূমি কার্যালয়ের তহশিলদার খালটি রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। আমি এ খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি।’
আজিজুল ইসলামের মাছ চাষের উদ্যোগে তাঁকে লাভবান করলেও ভোগান্তির শিকার গ্রামের শতাধিক পরিবার। তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পশ্চিম মাধনগর গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেককে বর্ষার সময় অন্যত্র আশ্রয় নিতে হয়।
খালটি দখলমুক্ত করে দুই পাড়ের বাঁধ অপসারণের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধন শেষে পশ্চিম মাধনগর গ্রামের দুলাল সরদার অভিযোগ করে বলেন, প্রায় ৭-৮ বিঘা এলাকাজুড়ে খালটির পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করার অনুমতি দিয়েছেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধনগর ভূমি অফিস।
মাধনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ তাহের বলেন, জলমহাল নীতিমালায় খালটি ভোগদখল করবে মাধনগর ইউনিয়ন ভূমি অফিস। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খালটি রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করার জন্য স্থানীয় আজিজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। অনেক আগে থেকে এভাবে চলে আসছে। তবে চাষকৃত মাছ বিক্রির টাকা কোথায় যায় প্রশ্নে তিনি বলেন, ভূমি অফিসের মাটিকাটা ও রক্ষণাবেক্ষণের কাজে টাকাগুলো ব্যয় হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, মাধনগর ভূমি কার্যালয়ের পাশের জলমহালটি জেলা প্রশাসকের অধীনে। তাই এ বিষয়ে জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি নলডাঙ্গার ইউএনওকে ব্যবস্থা গ্রহণের জন্য বলে দিচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫