নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর সেই বাড়ি নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক দুই চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করা হলেও নাম নেই সালাম মুর্শেদীর।
দুদকের সূত্র বলেছে, গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ
মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে বিকেলে সংবাদ সম্মেলনে এই মামলার বিষয়ে প্রশ্ন করলে দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তিনি এ ব্যাপারে অবগত নন।
মামলায় আসামি করা হয়েছে রাজউকের সাবেক দুই চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, মীর মোহাম্মদ হাসান, মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক বর্তমানে সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) শাহ মো. সদরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক-৫ মো. হাবিব উল্লাহ, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক পরিচালক (এস্টেট) আবদুর রহমান ভূঁঞা, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হককে।
দুদকের একটি সূত্র জানায়, গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৭/বি নম্বর বাড়িটি নিয়ে গত ২ জানুয়ারি দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন অনুসন্ধান দল কমিশনে প্রতিবেদন জমা দেয়।
সূত্র বলেছে, নথি জালিয়াতির মাধ্যমে সালাম মুর্শেদীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন গুলশানের ওই বাড়ি বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে ২০২২ সালের ১১ আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। দুদক আবেদন আমলে না নেওয়ায় একই বছরের ৩০ অক্টোবর তিনি হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, ওই বাড়ি ১৯৮৬ সালের অতিরিক্ত গেজেটে ‘খ’ তালিকায় পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। রিটে ২০১৫ সালের ১৩ এপ্রিল, ২০১৬ সালের ২০ জানুয়ারি এবং ২০২২ সালের ৪ জুলাই রাজউকের চেয়ারম্যানকে দেওয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি চিঠি যুক্ত করা হয়।
প্রথম দুটি চিঠিতে মন্ত্রণালয় পরিত্যক্ত বাড়ির তালিকা থেকে অবমুক্ত না হওয়ার পরও কীভাবে বরাদ্দ হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়। ২০২২ সালের ১ নভেম্বর রিটের শুনানিতে ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান ও সালাম মুর্শেদীকে হলফনামা আকারে নথি দাখিল করতে বলেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করা হয়।

রাজধানীর গুলশানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর সেই বাড়ি নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক দুই চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করা হলেও নাম নেই সালাম মুর্শেদীর।
দুদকের সূত্র বলেছে, গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ
মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে বিকেলে সংবাদ সম্মেলনে এই মামলার বিষয়ে প্রশ্ন করলে দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তিনি এ ব্যাপারে অবগত নন।
মামলায় আসামি করা হয়েছে রাজউকের সাবেক দুই চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, মীর মোহাম্মদ হাসান, মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক বর্তমানে সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) শাহ মো. সদরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক-৫ মো. হাবিব উল্লাহ, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক পরিচালক (এস্টেট) আবদুর রহমান ভূঁঞা, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হককে।
দুদকের একটি সূত্র জানায়, গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৭/বি নম্বর বাড়িটি নিয়ে গত ২ জানুয়ারি দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন অনুসন্ধান দল কমিশনে প্রতিবেদন জমা দেয়।
সূত্র বলেছে, নথি জালিয়াতির মাধ্যমে সালাম মুর্শেদীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন গুলশানের ওই বাড়ি বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে ২০২২ সালের ১১ আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। দুদক আবেদন আমলে না নেওয়ায় একই বছরের ৩০ অক্টোবর তিনি হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, ওই বাড়ি ১৯৮৬ সালের অতিরিক্ত গেজেটে ‘খ’ তালিকায় পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। রিটে ২০১৫ সালের ১৩ এপ্রিল, ২০১৬ সালের ২০ জানুয়ারি এবং ২০২২ সালের ৪ জুলাই রাজউকের চেয়ারম্যানকে দেওয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি চিঠি যুক্ত করা হয়।
প্রথম দুটি চিঠিতে মন্ত্রণালয় পরিত্যক্ত বাড়ির তালিকা থেকে অবমুক্ত না হওয়ার পরও কীভাবে বরাদ্দ হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়। ২০২২ সালের ১ নভেম্বর রিটের শুনানিতে ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান ও সালাম মুর্শেদীকে হলফনামা আকারে নথি দাখিল করতে বলেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫