নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলীর সমাধিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ১১টায় কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কর্নেল শওকত আলীর বড় ছেলে ফিরোজ আলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সি প্রমুখ।
কর্নেল শওকত আলী ১৯৩৭ সালের ২৭ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দীঘিপার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম মুন্সী মোবারক আলী ও মায়ের নাম মালেকা বেগম। কর্নেল শওকত আলী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন ও ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। কর্নেল শওকত আলী ২৪ জানুয়ারি ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এ কমিশন লাভ করেন। তাঁকে অকাল পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর নির্দেশে কর্নেল শওকত আলী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু ১৯৭৫ সালে বাংলাদেশের শত্রুদের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কর্নেল শওকত আলীকে দ্বিতীয়বার বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কর্নেল শওকত আলী ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলীর সমাধিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ১১টায় কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কর্নেল শওকত আলীর বড় ছেলে ফিরোজ আলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সি প্রমুখ।
কর্নেল শওকত আলী ১৯৩৭ সালের ২৭ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দীঘিপার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম মুন্সী মোবারক আলী ও মায়ের নাম মালেকা বেগম। কর্নেল শওকত আলী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন ও ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। কর্নেল শওকত আলী ২৪ জানুয়ারি ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এ কমিশন লাভ করেন। তাঁকে অকাল পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর নির্দেশে কর্নেল শওকত আলী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু ১৯৭৫ সালে বাংলাদেশের শত্রুদের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কর্নেল শওকত আলীকে দ্বিতীয়বার বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কর্নেল শওকত আলী ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫