Ajker Patrika

পাখির গ্রাম নাজিরপাড়া

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৫৬
পাখির গ্রাম  নাজিরপাড়া

গ্রামের নাম নাজিরপাড়া। গ্রামটির ছোট বড় বিভিন্ন গাছ আর বাঁশঝাড়ে গড়ে উঠেছে পাখির বাসা। এক যুগেরও বেশি সময় ধরে এখানে বাস করছে ঝাঁকে ঝাঁকে পাখি। সারা দিন বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় পাখিগুলো। সময়মতো আবার ফিরে আসে নীড়ে। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙে গ্রামবাসীর। এমন মনোমুগ্ধকর কলতানে মুখর থাকে গোটা গ্রাম। পাখির এই অভয়াশ্রম গড়ে উঠেছে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া গ্রামের আশপাশে।

ওই গ্রামের বাসিন্দা আফসারুল ও জুয়েল জানান, প্রায় ১২/১৪ বছর আগে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এখানে বাসা বাঁধে। প্রতি বছরই এদের সংখ্যা বৃদ্ধি পায়। গ্রামে কোনো পাখি শিকারিকেও ঢুকতে দেওয়া হয় না।

বন্যপ্রাণী সংরক্ষক ও আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ বলেন, প্রতি বছর জুলাই-আগস্ট মাসের দিকে এসব পাখি আসে। ডিসেম্বরের দিকে আবার চলে যায়। যে এলাকায় খাদ্য শস্য বেশি রয়েছে পাখিরা সেই এলাকা প্রজননের জন্য বেছে নেয়। এখানে আসা পাখির মধ্যে রয়েছে শামুকখোল, পানকৌড়ি, রাত চোরা, ঘুঘু, মাঝলা বক, বড় বক, নিশি বকসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি।

বোদা ইউএনও সোলেমান আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে পাখিদের একটি অভয়াশ্রম গড়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত