সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলায় মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী পরিচালক বোরহান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বাজারদর পর্যবেক্ষণ করা হবে। কারসাজি করে বাজারদর বৃদ্ধির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
গতকাল মঙ্গলবার শহরের রেলওয়ে কারখানা গেট বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। আগে এর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে, যা আগে ছিল ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে। লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো ৩৬০ থেকে ৩৮০ টাকায়।
শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, `বাজারে মুরগি কিনতে এসে দাম শুনে অবাক হয়ে গেছি। গত পাঁচ দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০-৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন।’
বিলকিস বানু নামে আরেক ক্রেতা বলেন, `আমার স্বামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন। কিন্তু মুরগির দাম হিসাবের বাইরে চলে গেছে। দাম কমাতে প্রশাসনের নজরদারি ও শক্ত পদক্ষেপ জরুরি।’
এদিকে উপজেলার খামারিরা বলেন, লকডাউনের সময় অনেক লোকসান হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম প্রতি বস্তায় কয়েক দিনের ব্যবধানে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ জন্য সরকারি নজরদারির অভাব দায়ী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। এখন দাম কমে গেলে লোকসানে পড়তে হবে।
গোলাহাট বাজারের মুরগি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, `বর্তমানে মুরগির খাদ্যের দাম বেশি। কম দামে মুরগি পাওয়া যাচ্ছে না। এ জন্য বাজারে মুরগির আমদানি কমে গেছে। তাই দামও বেড়ে গেছে।’
ওয়াসিম হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘খামারে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এ ছাড়া এখন বনভোজন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে। এ জন্য চাহিদাও বেড়েছে। তাই দাম বেড়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলায় মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী পরিচালক বোরহান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বাজারদর পর্যবেক্ষণ করা হবে। কারসাজি করে বাজারদর বৃদ্ধির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
গতকাল মঙ্গলবার শহরের রেলওয়ে কারখানা গেট বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। আগে এর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে, যা আগে ছিল ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে। লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো ৩৬০ থেকে ৩৮০ টাকায়।
শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, `বাজারে মুরগি কিনতে এসে দাম শুনে অবাক হয়ে গেছি। গত পাঁচ দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০-৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন।’
বিলকিস বানু নামে আরেক ক্রেতা বলেন, `আমার স্বামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন। কিন্তু মুরগির দাম হিসাবের বাইরে চলে গেছে। দাম কমাতে প্রশাসনের নজরদারি ও শক্ত পদক্ষেপ জরুরি।’
এদিকে উপজেলার খামারিরা বলেন, লকডাউনের সময় অনেক লোকসান হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম প্রতি বস্তায় কয়েক দিনের ব্যবধানে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ জন্য সরকারি নজরদারির অভাব দায়ী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। এখন দাম কমে গেলে লোকসানে পড়তে হবে।
গোলাহাট বাজারের মুরগি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, `বর্তমানে মুরগির খাদ্যের দাম বেশি। কম দামে মুরগি পাওয়া যাচ্ছে না। এ জন্য বাজারে মুরগির আমদানি কমে গেছে। তাই দামও বেড়ে গেছে।’
ওয়াসিম হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘খামারে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এ ছাড়া এখন বনভোজন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে। এ জন্য চাহিদাও বেড়েছে। তাই দাম বেড়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫