আয়শা সিদ্দিকা আকাশী,মাদারীপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামানকে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার বিষয়ে এমপি শাজাহান বলেছেন, উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান এই মেয়াদে। আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
উন্নয়নমূলক কাজের বিষয়ে শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, হচ্ছে। সব কর্মকাণ্ডই কিন্তু শেষ হয় না। মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই আমরা উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির আমলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই সন্তুষ্ট, তবে যে কাজগুলো বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করতে পারলে আমি আরও সন্তুষ্ট হব।’
শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদারীপুর মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।’
মাদকসহ অন্যান্য সমস্যা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘শুধু মাদক না, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গি—এগুলো সবই সামাজিক ব্যাধি। এখানে কিশোর গ্যাং আছে। তবে অন্যান্য জেলার চেয়ে কম আছে। এসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষজন যতই সচেতন হবে, ততই এগুলো কমে যাবে। তাই সচেতনতা বাড়াতে হবে। এগুলো নিয়েও কাজ করে যাচ্ছি।’
মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে বিভক্তির কারণ সম্পর্কে জানতে চাইলে শাজাহান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলের মধ্যে যেন সংঘাত, মারামারি না হয়—সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তবে হ্যাঁ কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ করে না, এটা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আমি সবার।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামানকে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার বিষয়ে এমপি শাজাহান বলেছেন, উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান এই মেয়াদে। আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
উন্নয়নমূলক কাজের বিষয়ে শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, হচ্ছে। সব কর্মকাণ্ডই কিন্তু শেষ হয় না। মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই আমরা উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির আমলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই সন্তুষ্ট, তবে যে কাজগুলো বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করতে পারলে আমি আরও সন্তুষ্ট হব।’
শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদারীপুর মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।’
মাদকসহ অন্যান্য সমস্যা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘শুধু মাদক না, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গি—এগুলো সবই সামাজিক ব্যাধি। এখানে কিশোর গ্যাং আছে। তবে অন্যান্য জেলার চেয়ে কম আছে। এসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষজন যতই সচেতন হবে, ততই এগুলো কমে যাবে। তাই সচেতনতা বাড়াতে হবে। এগুলো নিয়েও কাজ করে যাচ্ছি।’
মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে বিভক্তির কারণ সম্পর্কে জানতে চাইলে শাজাহান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলের মধ্যে যেন সংঘাত, মারামারি না হয়—সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তবে হ্যাঁ কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ করে না, এটা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আমি সবার।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫