মাইনুল ইসলাম রাসেল, ফেনী

ফেনীতে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির মাটি। দেদার কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণসংশ্লিষ্ট কাজে। মাটিবাহী ট্রাক্টরের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও সুফল মেলেনি। আবাদি জমির উপরি ভাগের মাটি কেটে নেওয়ায় কমছে উর্বরতা। এতে কমছে চাষাবাদ। পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের। তাঁদের শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে পাশের দেশ ভারত থেকে মাটিও আমদানি করতে হতে পারে।
ফুলগাজী উপজেলার বাসিন্দা সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসায় সক্রিয়। এতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে অবাধে কেটে চলেছেন কৃষি জমির উপরি ভাগের উর্বর মাটি। ফলে কমে যাচ্ছে চাষাবাদ।
একই উপজেলার মাহবুব আলম বলেন, ‘বেশির ভাগ মাটি কিনছেন ইটভাটার মালিক কিংবা বিত্তবান ব্যক্তিরা। এমন অবস্থা চলতে থাকলে একসময় মাটিও আমদানি নির্ভর হতে হবে আমাদের।’
পরশুরাম উপজেলার মুকবুল হোসেন বলেন, টাকার লোভে অনেকে মাটি বিক্রিতে ঝুঁকছেন। ১০-১২ ফুট গভীর গর্ত তৈরি করে মাটি বিক্রি হচ্ছে। ফলে পাশের জমির মাটিও ভেঙে পড়ছে। বাধ্য হয়ে ওই সব জমির মাটিও বিক্রি করছেন মালিকেরা।
রবিউল ইসলাম নামের সোনাগাজী এক ব্যবসায়ী বলেন, রাতের আঁধারে সব মাটি কেটে নিয়ে যাচ্ছে। কিছু বললে হুমকি-ধমকি দিচ্ছে। মাটিখেকোরা জমিকে পুকুর-খালে পরিণত করছে। এ সব দেখেও প্রশাসন নীরব।
তবে প্রশাসন সূত্রের দাবি, অবৈধভাবে মাটি কাটা বন্ধে ‘জিরো টলারেন্সে’র নীতি নিয়েছেন তাঁরা। এর মধ্যে গত মঙ্গলবার ফুলগাজী উপজেলা বাজারের উত্তর পাশে মুহুরি নদীর তীর থেকে কৃষি জমির মাটি কাটার অভিযোগে চার পিকআপ ট্রাক চালককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি পিকআপ ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়।
সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, গত বুধবার বিকেলে উপজেলার চরদরবেশ ইউনিয়নে অভিযান চালান তাঁরা। এ সময় ফসলি জমির মাটি কেটে নেওয়ার দায়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই অপরাধে ওই এলাকার জিয়াউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধে নিজেকে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
জানতে চাইলে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জেলায় নিবন্ধনভুক্ত ইটভাটার সংখ্যা ১০২টি। এসব ভাটায় বছরে অন্তত দেড় কোটি টন মাটির চাহিদা রয়েছে। তবে কৃষিজমির মাটি রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলছে। এতে প্রায়ই অভিযুক্তদের জেল-জরিমানা করা হয়।

ফেনীতে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির মাটি। দেদার কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণসংশ্লিষ্ট কাজে। মাটিবাহী ট্রাক্টরের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও সুফল মেলেনি। আবাদি জমির উপরি ভাগের মাটি কেটে নেওয়ায় কমছে উর্বরতা। এতে কমছে চাষাবাদ। পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের। তাঁদের শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে পাশের দেশ ভারত থেকে মাটিও আমদানি করতে হতে পারে।
ফুলগাজী উপজেলার বাসিন্দা সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসায় সক্রিয়। এতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে অবাধে কেটে চলেছেন কৃষি জমির উপরি ভাগের উর্বর মাটি। ফলে কমে যাচ্ছে চাষাবাদ।
একই উপজেলার মাহবুব আলম বলেন, ‘বেশির ভাগ মাটি কিনছেন ইটভাটার মালিক কিংবা বিত্তবান ব্যক্তিরা। এমন অবস্থা চলতে থাকলে একসময় মাটিও আমদানি নির্ভর হতে হবে আমাদের।’
পরশুরাম উপজেলার মুকবুল হোসেন বলেন, টাকার লোভে অনেকে মাটি বিক্রিতে ঝুঁকছেন। ১০-১২ ফুট গভীর গর্ত তৈরি করে মাটি বিক্রি হচ্ছে। ফলে পাশের জমির মাটিও ভেঙে পড়ছে। বাধ্য হয়ে ওই সব জমির মাটিও বিক্রি করছেন মালিকেরা।
রবিউল ইসলাম নামের সোনাগাজী এক ব্যবসায়ী বলেন, রাতের আঁধারে সব মাটি কেটে নিয়ে যাচ্ছে। কিছু বললে হুমকি-ধমকি দিচ্ছে। মাটিখেকোরা জমিকে পুকুর-খালে পরিণত করছে। এ সব দেখেও প্রশাসন নীরব।
তবে প্রশাসন সূত্রের দাবি, অবৈধভাবে মাটি কাটা বন্ধে ‘জিরো টলারেন্সে’র নীতি নিয়েছেন তাঁরা। এর মধ্যে গত মঙ্গলবার ফুলগাজী উপজেলা বাজারের উত্তর পাশে মুহুরি নদীর তীর থেকে কৃষি জমির মাটি কাটার অভিযোগে চার পিকআপ ট্রাক চালককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি পিকআপ ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়।
সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, গত বুধবার বিকেলে উপজেলার চরদরবেশ ইউনিয়নে অভিযান চালান তাঁরা। এ সময় ফসলি জমির মাটি কেটে নেওয়ার দায়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই অপরাধে ওই এলাকার জিয়াউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধে নিজেকে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
জানতে চাইলে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জেলায় নিবন্ধনভুক্ত ইটভাটার সংখ্যা ১০২টি। এসব ভাটায় বছরে অন্তত দেড় কোটি টন মাটির চাহিদা রয়েছে। তবে কৃষিজমির মাটি রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলছে। এতে প্রায়ই অভিযুক্তদের জেল-জরিমানা করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫