পীরগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে স্মৃতিকেন্দ্র, পাঠাগার ও পার্ক নির্মাণে সমীক্ষা কমিটি পীরগঞ্জের ফতেহপুর গ্রাম পরিদর্শন করেছে।
কমিটির সদস্যরা গতকাল শনিবার সকালে ফতেহপুর এসে ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং প্রধানমন্ত্রীর বাসভবন ‘জয় সদনে’ সভা করেন।
ওয়াজেদ মিয়া ২০০৯ সালে মৃত্যুবরণ করলে তাঁকে ফতেহপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে পর্যটন মন্ত্রণালয়কে ওই এলাকায় স্মৃতিকেন্দ্র, পাঠাগার ও পার্ক নির্মাণের নির্দেশ দেন।
গতকাল সমীক্ষা কমিটির সদস্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নুরুল ইসলাম, রংপুর পর্যটন মোটেলের মহাব্যবস্থাপক সালেম শেখ, উপসচিব মাহমুদ কবির ও গণসংযোগ ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার এবং একটি প্রতিষ্ঠানের স্থপতি সাজ্জাদ হোসেন ফতেহপুর গ্রাম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায়, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ছায়াদত হোসেন বকুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিপিসির মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরস্থানসহ আশপাশের এলাকায় নান্দনিক স্থাপনা নির্মাণ করব। সে জন্য আজকে (গতকাল) ফতেহপুর গ্রাম পরিদর্শন করলাম। প্রায় তিন একর জমির ওপর স্মৃতিকেন্দ্র, পাঠাগার এবং বিনোদন ও শিশু পার্কসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। এ জন্য সম্ভাব্যতা যাচাই ও মতামত নেওয়া হলো।’
নুরুল ইসলাম আরও বলেন, ‘ওয়াজেদ মিয়া একজন নির্লোভ মানুষ ছিলেন। তিনি রাষ্ট্রের জন্য ইতিবাচক অনেক কাজ করেছেন। তাঁর স্মৃতি রক্ষা করে আগামী প্রজন্মকে তাঁর আদর্শে লালিত হওয়ার জন্য আমরা সঠিক ইতিহাস তুলে ধরব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে স্মৃতিকেন্দ্র, পাঠাগার ও পার্ক নির্মাণে সমীক্ষা কমিটি পীরগঞ্জের ফতেহপুর গ্রাম পরিদর্শন করেছে।
কমিটির সদস্যরা গতকাল শনিবার সকালে ফতেহপুর এসে ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং প্রধানমন্ত্রীর বাসভবন ‘জয় সদনে’ সভা করেন।
ওয়াজেদ মিয়া ২০০৯ সালে মৃত্যুবরণ করলে তাঁকে ফতেহপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে পর্যটন মন্ত্রণালয়কে ওই এলাকায় স্মৃতিকেন্দ্র, পাঠাগার ও পার্ক নির্মাণের নির্দেশ দেন।
গতকাল সমীক্ষা কমিটির সদস্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নুরুল ইসলাম, রংপুর পর্যটন মোটেলের মহাব্যবস্থাপক সালেম শেখ, উপসচিব মাহমুদ কবির ও গণসংযোগ ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার এবং একটি প্রতিষ্ঠানের স্থপতি সাজ্জাদ হোসেন ফতেহপুর গ্রাম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায়, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ছায়াদত হোসেন বকুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিপিসির মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরস্থানসহ আশপাশের এলাকায় নান্দনিক স্থাপনা নির্মাণ করব। সে জন্য আজকে (গতকাল) ফতেহপুর গ্রাম পরিদর্শন করলাম। প্রায় তিন একর জমির ওপর স্মৃতিকেন্দ্র, পাঠাগার এবং বিনোদন ও শিশু পার্কসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। এ জন্য সম্ভাব্যতা যাচাই ও মতামত নেওয়া হলো।’
নুরুল ইসলাম আরও বলেন, ‘ওয়াজেদ মিয়া একজন নির্লোভ মানুষ ছিলেন। তিনি রাষ্ট্রের জন্য ইতিবাচক অনেক কাজ করেছেন। তাঁর স্মৃতি রক্ষা করে আগামী প্রজন্মকে তাঁর আদর্শে লালিত হওয়ার জন্য আমরা সঠিক ইতিহাস তুলে ধরব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫