
রোলেক্স জিএমটি-মাস্টার
১১ হাজার পাউন্ড
লম্বা সময় বিখ্যাত সুইস কোম্পানি রোলেক্সের সঙ্গে যুক্ত আছেন রজার ফেদেরার। এই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ঘড়ি হাতে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে দেখা গেছে ফেদেরারকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেটজাস্ট মডেলের একটি ঘড়ি। ২০০৯ সালে পিট সাম্প্রাসকে পেছনে ফেলার পর সেটি পরেছিলেন এই কিংবদন্তি। পাশাপাশি জিএমটি মাস্টারেরও ভক্ত ফেদেরার। যার দাম ১১ হাজার পাউন্ড।
রাফায়েল নাদালরিচার্ড মিলে আএম ২৭-০৪
৭ লাখ ৮০ হাজার পাউন্ড
২০১০ সালে এই সুইস ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি রিচার্ড মিলের সঙ্গে আকর্ষণীয় একটি চুক্তি স্বাক্ষর করেন নাদাল। এখন পর্যন্ত অব্যাহত আছে সেই চুক্তি। প্রায়ই খেলার সময় নাদালকে এই ব্র্যান্ডের ঘড়ি পরতে দেখা যায়। তবে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রিচার্ড মিলের আএম ২৭-০৪ ব্র্যান্ডের ঘড়ি হাতে দেখা যায় নাদালকে। যার মূল্য ছিল ৭ লাখ ৮০ হাজার পাউন্ড। এই ঘড়িটির ওজন মাত্র ২০ গ্রাম।

ওদমার পিগে রয়েল ওয়াক শোর
৪৫ হাজার পাউন্ড
ওদমার পিগে সাধারণত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেশি পরতে দেখা যায়। ২০১৪ সালে তারা যুক্ত হন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গেও। এরপর সেরেনাকে প্রায় রয়েল ওয়াক শোর মডেলটি পরতে দেখা যায়। যেটার মূল্য প্রায় ৪৫ হাজার। শুধু তাই নয়, সেরেনার এই ব্র্যান্ডের ঘড়ির মডেলগুলো অন্যদের চেয়ে একদম আলাদা।
নোভাক জোকোভিচউবলো বিগ ব্যাং মেকা-১০ ব্লু সিরামিক
১৯ হাজার ১০০ পাউন্ড
বর্তমানে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আলোচনায় আছেন টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় তাঁর ভিসা বাতিলের ঘটনা নিয়েও। ঘড়ির বাজারেও অন্যদের সঙ্গে দারুণভাবে লড়াইয়ে আছেন জোকোভিচ। গত বছর উবলোর সঙ্গে চুক্তি করেন এই সার্বিয়ান তারকা। উবলোর যে মডেলটি জোকোভিচ পরেন, সেটার দাম ১৯ হাজার ১০০ পয়েন্ট।

রোলেক্স জিএমটি-মাস্টার
১১ হাজার পাউন্ড
লম্বা সময় বিখ্যাত সুইস কোম্পানি রোলেক্সের সঙ্গে যুক্ত আছেন রজার ফেদেরার। এই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ঘড়ি হাতে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে দেখা গেছে ফেদেরারকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেটজাস্ট মডেলের একটি ঘড়ি। ২০০৯ সালে পিট সাম্প্রাসকে পেছনে ফেলার পর সেটি পরেছিলেন এই কিংবদন্তি। পাশাপাশি জিএমটি মাস্টারেরও ভক্ত ফেদেরার। যার দাম ১১ হাজার পাউন্ড।
রাফায়েল নাদালরিচার্ড মিলে আএম ২৭-০৪
৭ লাখ ৮০ হাজার পাউন্ড
২০১০ সালে এই সুইস ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি রিচার্ড মিলের সঙ্গে আকর্ষণীয় একটি চুক্তি স্বাক্ষর করেন নাদাল। এখন পর্যন্ত অব্যাহত আছে সেই চুক্তি। প্রায়ই খেলার সময় নাদালকে এই ব্র্যান্ডের ঘড়ি পরতে দেখা যায়। তবে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রিচার্ড মিলের আএম ২৭-০৪ ব্র্যান্ডের ঘড়ি হাতে দেখা যায় নাদালকে। যার মূল্য ছিল ৭ লাখ ৮০ হাজার পাউন্ড। এই ঘড়িটির ওজন মাত্র ২০ গ্রাম।

ওদমার পিগে রয়েল ওয়াক শোর
৪৫ হাজার পাউন্ড
ওদমার পিগে সাধারণত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেশি পরতে দেখা যায়। ২০১৪ সালে তারা যুক্ত হন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গেও। এরপর সেরেনাকে প্রায় রয়েল ওয়াক শোর মডেলটি পরতে দেখা যায়। যেটার মূল্য প্রায় ৪৫ হাজার। শুধু তাই নয়, সেরেনার এই ব্র্যান্ডের ঘড়ির মডেলগুলো অন্যদের চেয়ে একদম আলাদা।
নোভাক জোকোভিচউবলো বিগ ব্যাং মেকা-১০ ব্লু সিরামিক
১৯ হাজার ১০০ পাউন্ড
বর্তমানে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আলোচনায় আছেন টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় তাঁর ভিসা বাতিলের ঘটনা নিয়েও। ঘড়ির বাজারেও অন্যদের সঙ্গে দারুণভাবে লড়াইয়ে আছেন জোকোভিচ। গত বছর উবলোর সঙ্গে চুক্তি করেন এই সার্বিয়ান তারকা। উবলোর যে মডেলটি জোকোভিচ পরেন, সেটার দাম ১৯ হাজার ১০০ পয়েন্ট।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫