মুফতি আবু আবদুল্লাহ আহমদ

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রাণু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। (সুরা ইনসান: ১) এই পরীক্ষারই অংশ হিসেবে কিছু মানুষকে তিনি শারীরিক বিভিন্ন নেয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, যাদের আমরা প্রতিবন্ধী বলে পরিচয় দিই। তবে শারীরিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ হলেও এই শ্রেণির মানুষকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করার সুযোগ নেই।
প্রতিবন্ধীদের অবজ্ঞা করা যাবে না
হাদিসে এসেছে, একদিন রাসুল (সা.) কুরাইশের এক নেতৃস্থানীয় লোকের সঙ্গে কথা বলছিলেন এবং তার ইসলাম গ্রহণের আশা করছিলেন। তখন সেখানে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) উপস্থিত হলেন। এসেই তিনি রাসুল (সা.)-এর কাছে একটি বিষয় জানতে চাইলেন এবং উত্তর জানার জন্য খুব পীড়াপীড়ি করতে লাগলেন। রাসুল (সা.) যেহেতু কুরাইশের লোকটির হিদায়াতের আশা করছিলেন, তাই ইবনে উম্মে মাকতুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে লোকটার প্রতি মনোনিবেশ করলেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন এবং মহানবী (সা.)-কে মৃদু তিরস্কার করে বলেন, ‘সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এসেছে। তোমার জানা আছে কি, সে হয়তো শুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত। পক্ষান্তরে যে ব্যক্তি অগ্রাহ্য করছিল, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ। অথচ সে নিজেকে না শোধরালে তোমার কোনো দায়িত্ব নেই। অন্য পক্ষে, যে তোমার কাছে আল্লাহর ভয় নিয়ে ছুটে এল, তার প্রতি তুমি অবজ্ঞা প্রদর্শন করলে! কিছুতেই এমন করা উচিত নয়।’ (সুরা আবাসা: ১-১০)
প্রতিবন্ধীদের তাচ্ছিল্য করা যাবে না
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর পায়ের নলা খুব চিকন ছিল। একদিন তিনি একটি গাছ থেকে মিসওয়াকের জন্য ডাল সংগ্রহ করছিলেন, এমন সময় দমকা বাতাস এসে তাঁকে ফেলে দিতে চাইল। তা দেখে লোকজন হেসে উঠল। রাসুল (সা.) হাসির কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, ‘তার চিকন নলা দেখে হাসছি।’ তখন রাসুল (সা.) বললেন, ‘আল্লাহর কসম, তাঁর এই চিকন নলা দুটি আমলের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে।’ (মুসনাদে আহমদ)
অন্য হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি (ঠাট্টার ছলে) অন্ধ ব্যক্তিকে ভুল পথ দেখায়, সে অভিশপ্ত।’ (মুসনাদে আহমদ)
প্রতিবন্ধীদের ক্ষমা করতে হবে
একদিন রাসুল (সা.) মুসলিম সেনাবাহিনী নিয়ে একটি অভিযানে যাচ্ছিলেন। পথে মারবা বিন কাইজি নামক এক প্রতিবন্ধীর বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলল, ‘হে মুহাম্মদ, তুমি যদি নবী হওয়ার দাবি করো, তাহলে আমি তোমাকে আমার বাগানের ওপর দিয়ে যেতে দেব না।’ এক মুঠো মাটি নিয়ে সে বলল, ‘আল্লাহর কসম, আমি যদি জানতাম, এই মাটি শুধু তোমার ওপরই পড়বে, তবে আমি তোমাকে লক্ষ্য করে তা নিক্ষেপ করতাম।’ তার এমন ঔদ্ধত্য দেখে সাহাবিরা তার ওপর আঘাত করতে চাইলে রাসুল (সা.) বললেন, ‘তাকে ছেড়ে দাও, বেচারার বিবেক ও চোখ দুটোই অন্ধ।’ (জাদুল মাআদ)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রাণু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। (সুরা ইনসান: ১) এই পরীক্ষারই অংশ হিসেবে কিছু মানুষকে তিনি শারীরিক বিভিন্ন নেয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, যাদের আমরা প্রতিবন্ধী বলে পরিচয় দিই। তবে শারীরিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ হলেও এই শ্রেণির মানুষকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করার সুযোগ নেই।
প্রতিবন্ধীদের অবজ্ঞা করা যাবে না
হাদিসে এসেছে, একদিন রাসুল (সা.) কুরাইশের এক নেতৃস্থানীয় লোকের সঙ্গে কথা বলছিলেন এবং তার ইসলাম গ্রহণের আশা করছিলেন। তখন সেখানে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) উপস্থিত হলেন। এসেই তিনি রাসুল (সা.)-এর কাছে একটি বিষয় জানতে চাইলেন এবং উত্তর জানার জন্য খুব পীড়াপীড়ি করতে লাগলেন। রাসুল (সা.) যেহেতু কুরাইশের লোকটির হিদায়াতের আশা করছিলেন, তাই ইবনে উম্মে মাকতুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে লোকটার প্রতি মনোনিবেশ করলেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন এবং মহানবী (সা.)-কে মৃদু তিরস্কার করে বলেন, ‘সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এসেছে। তোমার জানা আছে কি, সে হয়তো শুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত। পক্ষান্তরে যে ব্যক্তি অগ্রাহ্য করছিল, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ। অথচ সে নিজেকে না শোধরালে তোমার কোনো দায়িত্ব নেই। অন্য পক্ষে, যে তোমার কাছে আল্লাহর ভয় নিয়ে ছুটে এল, তার প্রতি তুমি অবজ্ঞা প্রদর্শন করলে! কিছুতেই এমন করা উচিত নয়।’ (সুরা আবাসা: ১-১০)
প্রতিবন্ধীদের তাচ্ছিল্য করা যাবে না
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর পায়ের নলা খুব চিকন ছিল। একদিন তিনি একটি গাছ থেকে মিসওয়াকের জন্য ডাল সংগ্রহ করছিলেন, এমন সময় দমকা বাতাস এসে তাঁকে ফেলে দিতে চাইল। তা দেখে লোকজন হেসে উঠল। রাসুল (সা.) হাসির কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, ‘তার চিকন নলা দেখে হাসছি।’ তখন রাসুল (সা.) বললেন, ‘আল্লাহর কসম, তাঁর এই চিকন নলা দুটি আমলের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে।’ (মুসনাদে আহমদ)
অন্য হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি (ঠাট্টার ছলে) অন্ধ ব্যক্তিকে ভুল পথ দেখায়, সে অভিশপ্ত।’ (মুসনাদে আহমদ)
প্রতিবন্ধীদের ক্ষমা করতে হবে
একদিন রাসুল (সা.) মুসলিম সেনাবাহিনী নিয়ে একটি অভিযানে যাচ্ছিলেন। পথে মারবা বিন কাইজি নামক এক প্রতিবন্ধীর বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলল, ‘হে মুহাম্মদ, তুমি যদি নবী হওয়ার দাবি করো, তাহলে আমি তোমাকে আমার বাগানের ওপর দিয়ে যেতে দেব না।’ এক মুঠো মাটি নিয়ে সে বলল, ‘আল্লাহর কসম, আমি যদি জানতাম, এই মাটি শুধু তোমার ওপরই পড়বে, তবে আমি তোমাকে লক্ষ্য করে তা নিক্ষেপ করতাম।’ তার এমন ঔদ্ধত্য দেখে সাহাবিরা তার ওপর আঘাত করতে চাইলে রাসুল (সা.) বললেন, ‘তাকে ছেড়ে দাও, বেচারার বিবেক ও চোখ দুটোই অন্ধ।’ (জাদুল মাআদ)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫