Ajker Patrika

শরীয়তপুরে দু্ই দিনে কেউ আক্রান্ত হয়নি

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৩
শরীয়তপুরে দু্ই দিনে কেউ আক্রান্ত হয়নি

শরীয়তপুরে গত দুদিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। ২১ ও ২২ সেপ্টেম্বর দুদিনে ৩৪ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর ১৩ জনের এবং ২২ সেপ্টেম্বর ২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলের প্রত্যেকেই করোনা নেগেটিভ। গেল প্রায় ১ মাসেরও অধিক সময় ধরে জেলার করোনা আক্রান্তের হার নিম্নমুখী। আক্রান্তের সংখ্যা কমে আসায় করোনা পরীক্ষার হার কমে আসছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৮১ জন। যারমধ্যে ৭৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৭১৪ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৯১ জন। সবশেষ ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত