
গত ৪ আগস্ট উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে পরিচালক আদিফ হাসানের ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের শুটিংয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের নাটকপাড়া। নির্মাতা-অভিনয়শিল্পীর তর্ক-বিতর্ক, অভিনয়শিল্পীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সোমবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, অভিনেত্রী চমক ৪ আগস্ট নির্মাতা আদিফ হাসানের শুটিং সেটে উত্তেজিত অবস্থায় যে আচরণ করেছেন, সে কারণে শুটিং সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সবকিছু বিবেচনা করে শিল্পী সংঘ সিদ্ধান্ত জানায়, অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন। শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণের বাকি খরচ ক্ষতিপূরণ হিসেবে দেবেন চমক। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে জিডি করেছেন, অনতিবিলম্বে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সংগঠনের দেওয়া যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন।
সোমবার রাতেই নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড জানায়, অভিনয় শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটা শুধুই অভিনয় শিল্পী সংঘের। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। তারা তাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে আমাদের নাম ব্যবহার করেছে। এটা একেবারেই অনুচিত। আমরা চেয়েছিলাম এমন সিদ্ধান্ত নিতে, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমাদের মতামত তুলে ধরব।’
উল্লেখ্য, ৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং, পরিচালক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনার পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন চমক। এমনকি আরশ ও আদিফের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন তিনি।

গত ৪ আগস্ট উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে পরিচালক আদিফ হাসানের ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের শুটিংয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের নাটকপাড়া। নির্মাতা-অভিনয়শিল্পীর তর্ক-বিতর্ক, অভিনয়শিল্পীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সোমবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, অভিনেত্রী চমক ৪ আগস্ট নির্মাতা আদিফ হাসানের শুটিং সেটে উত্তেজিত অবস্থায় যে আচরণ করেছেন, সে কারণে শুটিং সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সবকিছু বিবেচনা করে শিল্পী সংঘ সিদ্ধান্ত জানায়, অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন। শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণের বাকি খরচ ক্ষতিপূরণ হিসেবে দেবেন চমক। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে জিডি করেছেন, অনতিবিলম্বে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সংগঠনের দেওয়া যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন।
সোমবার রাতেই নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড জানায়, অভিনয় শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটা শুধুই অভিনয় শিল্পী সংঘের। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। তারা তাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে আমাদের নাম ব্যবহার করেছে। এটা একেবারেই অনুচিত। আমরা চেয়েছিলাম এমন সিদ্ধান্ত নিতে, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমাদের মতামত তুলে ধরব।’
উল্লেখ্য, ৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং, পরিচালক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনার পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন চমক। এমনকি আরশ ও আদিফের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫