সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া জন্মসনদের কারণে করোনা টিকার নিবন্ধন করতে পারছে না অনেক শিক্ষার্থী।
ভুক্তভোগীদের অভিযোগ ইউনিয়ন পরিষদ থেকে সনদ নিয়েও তারা টিকার নিবন্ধন করতে পারছে না। কারণ বিভিন্ন কম্পিউটার দোকান থেকে প্রযুক্তি ব্যবহার করে এসব সনদ তৈরি করা। তাই জন্মনিবন্ধন-সংক্রান্ত মূল সার্ভারে এসব সনদের কোনো তথ্য থাকে না। তা ছাড়া এ কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরও জাল করার ঘটনাও ঘটছে। গত বৃহস্পতিবার সরাইলের অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা নিবন্ধনের সময় এসব ভুয়া সনদ ধরা পড়ে বলে জানা গেছে। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, যাঁরা ভুয়া জন্মসনদ তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সম্প্রতি জন্মনিবন্ধন-সংক্রান্ত সার্ভার উন্নত করা হয়েছে। এখন জন্মসনদ করতে গেলে বাবা ও মায়ের জন্মসনদসহ ভোটার আইডি কার্ডের নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়। বাবা ও মায়ের জন্মসনদ না থাকায়, জন্মসনদ তৈরি করতে বিড়ম্বনায় পড়তে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র কম্পিউটারে ফটোশপ ব্যবহার করে জন্মসনদ তৈরি করছে। এসব সনদ অনলাইনে যাচাই-বাছাই করলে নাম ও জন্মতারিখের গরমিল দেখা দেয় বা অন্য নাম চলে আসছে। এর দায়ভার পড়ছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবদের ওপর।
এ নিয়ে জানতে চাইলে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের সচিব নারায়ণ চন্দ্র দাস বলেন, চেয়ারম্যান ও সচিবের সই ও সিল নকল করে কিছু অসাধু ব্যক্তি নকল জন্মসনদ বানাচ্ছে। আসলে এ কাজগুলো টাকার বিনিময়ে বিভিন্ন কম্পিউটার দোকান করেছে।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তার বলে, ‘আমার ভাই অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে আমার জন্মসনদ তৈরি করেন। কিন্তু করোনা টিকার নিবন্ধন করতে গিয়ে দেখি আমার জন্মসনদ অনলাইনে নেই। এখন টিকার নিবন্ধন করতে পারছি না।’
পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েকবার জানিয়েছি। তিনি বলছেন ব্যবস্থা নেবেন। কিন্তু এখনো ভুয়া জন্মসনদ হচ্ছে। বহু মানুষ প্রতারিত হচ্ছেন। ভুয়া সনদ যাঁরা তৈরি করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, যাঁরা ভুয়া জন্মসনদ সরবরাহ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া জন্মসনদের কারণে করোনা টিকার নিবন্ধন করতে পারছে না অনেক শিক্ষার্থী।
ভুক্তভোগীদের অভিযোগ ইউনিয়ন পরিষদ থেকে সনদ নিয়েও তারা টিকার নিবন্ধন করতে পারছে না। কারণ বিভিন্ন কম্পিউটার দোকান থেকে প্রযুক্তি ব্যবহার করে এসব সনদ তৈরি করা। তাই জন্মনিবন্ধন-সংক্রান্ত মূল সার্ভারে এসব সনদের কোনো তথ্য থাকে না। তা ছাড়া এ কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরও জাল করার ঘটনাও ঘটছে। গত বৃহস্পতিবার সরাইলের অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা নিবন্ধনের সময় এসব ভুয়া সনদ ধরা পড়ে বলে জানা গেছে। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, যাঁরা ভুয়া জন্মসনদ তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সম্প্রতি জন্মনিবন্ধন-সংক্রান্ত সার্ভার উন্নত করা হয়েছে। এখন জন্মসনদ করতে গেলে বাবা ও মায়ের জন্মসনদসহ ভোটার আইডি কার্ডের নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়। বাবা ও মায়ের জন্মসনদ না থাকায়, জন্মসনদ তৈরি করতে বিড়ম্বনায় পড়তে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র কম্পিউটারে ফটোশপ ব্যবহার করে জন্মসনদ তৈরি করছে। এসব সনদ অনলাইনে যাচাই-বাছাই করলে নাম ও জন্মতারিখের গরমিল দেখা দেয় বা অন্য নাম চলে আসছে। এর দায়ভার পড়ছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবদের ওপর।
এ নিয়ে জানতে চাইলে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের সচিব নারায়ণ চন্দ্র দাস বলেন, চেয়ারম্যান ও সচিবের সই ও সিল নকল করে কিছু অসাধু ব্যক্তি নকল জন্মসনদ বানাচ্ছে। আসলে এ কাজগুলো টাকার বিনিময়ে বিভিন্ন কম্পিউটার দোকান করেছে।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তার বলে, ‘আমার ভাই অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে আমার জন্মসনদ তৈরি করেন। কিন্তু করোনা টিকার নিবন্ধন করতে গিয়ে দেখি আমার জন্মসনদ অনলাইনে নেই। এখন টিকার নিবন্ধন করতে পারছি না।’
পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েকবার জানিয়েছি। তিনি বলছেন ব্যবস্থা নেবেন। কিন্তু এখনো ভুয়া জন্মসনদ হচ্ছে। বহু মানুষ প্রতারিত হচ্ছেন। ভুয়া সনদ যাঁরা তৈরি করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, যাঁরা ভুয়া জন্মসনদ সরবরাহ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫