খায়রুল বাসার নির্ঝর

এত বছর পর চলচ্চিত্রে পাওয়া গেল আপনাকে। প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
একজন শিল্পীর কাছে তাঁর যেকোনো কাজই সন্তানের মতো। যেহেতু এটা আমার প্রথম ছবি বা বড় পর্দায় কাজ করা, সে জায়গা থেকে ‘মৃধা বনাম মৃধা’কে বলা যেতে পারে আমার প্রথম সন্তান। প্রথম সন্তান তো সব সময়ই স্পেশাল। ‘মৃধা বনাম মৃধা’ ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম, এটি একেবারেই তেমন ছবি।
ছবির গল্প কী ধরনের?
পারিবারিক সম্পর্কের গল্প। গল্পটি একেবারেই এ সময়ের। এ ছবিতে প্রতিটি দর্শক কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন। ছবিটি দর্শককে ভাবাবে। একটা মেসেজ নিয়ে দর্শক হল থেকে বের হবেন।
যতটুকু জানি ‘মৃধা বনাম মৃধা’র কাজ শুরু হয়েছিল এ বছর। সব কাজ শেষ করে একই বছর মুক্তি দিচ্ছেন আপনারা…
‘মৃধা বনাম মৃধা’র পরিচালক রনি ভৌমিক কাজের ব্যাপারে ভীষণ প্যাশনেট। উনার ইচ্ছা ছিল, সব কাজ ভালোভাবে শেষ করে তবেই প্রচার শুরু করবেন। এমনও সম্ভাবনা ছিল, নির্মাতা নিজে তৃপ্ত না হলে ছবিটি নিয়ে আরও কিছুদিন কাজ করবেন। কিন্তু শুটিং পরবর্তী সব কাজ শেষ করার পর নির্মাতা সন্তুষ্ট হয়ে বললেন, এখন আমরা ছবিটি দর্শকদের দেখাতে পারি। তারপরই মুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু হলো।
এ ছবিতে আপনার সহশিল্পী তারিক আনাম খান ও সিয়াম আহমেদ—তাঁদের ব্যাপারে কিছু বলবেন?
সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মনোযোগী ও চুজি আর্টিস্ট। সহ-অভিনেতাকে সব সময় সহযোগিতা করেন। সম্মান দেন। ভালো লেগেছে তাঁর সঙ্গে কাজ করে। তার ওপরে আমাদের সবার বটগাছ তারিক আনাম খান আমাদের সঙ্গে ছিলেন। কীভাবে অভিনয়টা আরও ভালো করা যায়— তিনি সব সময় আমাদের সেই প্র্যাকটিসের মধ্যে রেখেছিলেন। তারিক আনাম খানের সঙ্গে অভিনয় আমার জন্য আশীর্বাদ।
এটাও একটা বড় ব্যাপার যে স্বাধীনতার ৫০ বছরে বিজয়ের মাসেই আপনার প্রথম ছবি মুক্তি পাচ্ছে…
খুবই ভালো লাগছে যে নিজের প্রথম ছবিটি এমন গুরুত্বপূর্ণ সময়ে মুক্তি পাচ্ছে। বিজয়ের ৫০তম বছরে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি আমরা দর্শককে দেখাতে পারব, এটা নিঃসন্দেহে বড় একটি অর্জন।
এবার কি চলচ্চিত্রে নিয়মিত হবেন?
এই মুহূর্তে আরও কয়েকটি ছবির প্রস্তাব আছে। কিন্তু আমি সব সময়ই বেছে কাজ করি। বড় নির্মাতা, বড় প্রযোজনা প্রতিষ্ঠান—এসবের চেয়ে ছবির গল্প-চরিত্র আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদি এমন কোনো গল্প আমার মনে দাগ কাটে, তাহলে অবশ্যই আবার চলচ্চিত্রে অভিনয় করব।

এত বছর পর চলচ্চিত্রে পাওয়া গেল আপনাকে। প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
একজন শিল্পীর কাছে তাঁর যেকোনো কাজই সন্তানের মতো। যেহেতু এটা আমার প্রথম ছবি বা বড় পর্দায় কাজ করা, সে জায়গা থেকে ‘মৃধা বনাম মৃধা’কে বলা যেতে পারে আমার প্রথম সন্তান। প্রথম সন্তান তো সব সময়ই স্পেশাল। ‘মৃধা বনাম মৃধা’ ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম, এটি একেবারেই তেমন ছবি।
ছবির গল্প কী ধরনের?
পারিবারিক সম্পর্কের গল্প। গল্পটি একেবারেই এ সময়ের। এ ছবিতে প্রতিটি দর্শক কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন। ছবিটি দর্শককে ভাবাবে। একটা মেসেজ নিয়ে দর্শক হল থেকে বের হবেন।
যতটুকু জানি ‘মৃধা বনাম মৃধা’র কাজ শুরু হয়েছিল এ বছর। সব কাজ শেষ করে একই বছর মুক্তি দিচ্ছেন আপনারা…
‘মৃধা বনাম মৃধা’র পরিচালক রনি ভৌমিক কাজের ব্যাপারে ভীষণ প্যাশনেট। উনার ইচ্ছা ছিল, সব কাজ ভালোভাবে শেষ করে তবেই প্রচার শুরু করবেন। এমনও সম্ভাবনা ছিল, নির্মাতা নিজে তৃপ্ত না হলে ছবিটি নিয়ে আরও কিছুদিন কাজ করবেন। কিন্তু শুটিং পরবর্তী সব কাজ শেষ করার পর নির্মাতা সন্তুষ্ট হয়ে বললেন, এখন আমরা ছবিটি দর্শকদের দেখাতে পারি। তারপরই মুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু হলো।
এ ছবিতে আপনার সহশিল্পী তারিক আনাম খান ও সিয়াম আহমেদ—তাঁদের ব্যাপারে কিছু বলবেন?
সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মনোযোগী ও চুজি আর্টিস্ট। সহ-অভিনেতাকে সব সময় সহযোগিতা করেন। সম্মান দেন। ভালো লেগেছে তাঁর সঙ্গে কাজ করে। তার ওপরে আমাদের সবার বটগাছ তারিক আনাম খান আমাদের সঙ্গে ছিলেন। কীভাবে অভিনয়টা আরও ভালো করা যায়— তিনি সব সময় আমাদের সেই প্র্যাকটিসের মধ্যে রেখেছিলেন। তারিক আনাম খানের সঙ্গে অভিনয় আমার জন্য আশীর্বাদ।
এটাও একটা বড় ব্যাপার যে স্বাধীনতার ৫০ বছরে বিজয়ের মাসেই আপনার প্রথম ছবি মুক্তি পাচ্ছে…
খুবই ভালো লাগছে যে নিজের প্রথম ছবিটি এমন গুরুত্বপূর্ণ সময়ে মুক্তি পাচ্ছে। বিজয়ের ৫০তম বছরে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি আমরা দর্শককে দেখাতে পারব, এটা নিঃসন্দেহে বড় একটি অর্জন।
এবার কি চলচ্চিত্রে নিয়মিত হবেন?
এই মুহূর্তে আরও কয়েকটি ছবির প্রস্তাব আছে। কিন্তু আমি সব সময়ই বেছে কাজ করি। বড় নির্মাতা, বড় প্রযোজনা প্রতিষ্ঠান—এসবের চেয়ে ছবির গল্প-চরিত্র আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদি এমন কোনো গল্প আমার মনে দাগ কাটে, তাহলে অবশ্যই আবার চলচ্চিত্রে অভিনয় করব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫