Ajker Patrika

ধানখেতে গলাকাটা লাশ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০২
ধানখেতে গলাকাটা লাশ

নান্দাইলে ধানখেত থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ধানখেতের পাশে গলাকাটা এক অজ্ঞাত বৃদ্ধ পুরুষ ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে ছিল। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন লাশ দেখতে ভিড় করে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা নান্দাইল মডেল থানা-পুলিশকে জানালে সকাল ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় অধিবাসীদের ধারণা, রাতের আঁধারে কেউ গলা কেটে রক্তাক্ত অবস্থায় লাশ ফেলে গেছে।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, বয়স্ক এক পুরুষ ব্যক্তির লাশ কে বা কারা কামালপুর ফেলে গেছে। আমি লাশ দেখেছি। আশপাশের কেউ বলে মনে হচ্ছে না।

ঘটনাস্থল থেকে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক লাশের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ছোট একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত