Ajker Patrika

পেটের পীড়াজনিত রোগীর চাপ, আক্রান্ত বেশি বয়স্করা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩: ০৯
পেটের পীড়াজনিত রোগীর চাপ, আক্রান্ত বেশি বয়স্করা

হঠাৎ পেটের পীড়ায় আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। কলেরা, ডায়রিয়াসহ নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন লোকজন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দু-তিন দিনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও মধ্যবয়সী রোগীর সংখ্যাই বেশি।

গতকাল শনিবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে রোগীদের ভিড়। হাসপাতালের দুই ওয়ার্ডেই পেটের পীড়ায় আক্রান্ত রোগীতে ঠাসা।

উপজেলার দেবীপুর গ্রামের রুপা খাতুন (২৫) গত বৃহস্পতিবার রাতে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল দুপুরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান তিন। রুপা বলেন, পেটে প্রচণ্ড ব্যথা ও বমি নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। তিন দিনের মাথায় তিনি পুরো সুস্থ হয়েছেন।

উপজেলার রৈপাড়া গ্রামের মালতী বেগমও পেটে তীব্র ব্যথা নিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দুই দিন পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি।

এদিকে, হাসপাতালে বহির্বিভাগেও পেটের পীড়াজনিত রোগীর চাপ দেখা গেছে। রোগীরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। শত শত নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। এঁদের মধ্যে পেটের পীড়াজনিত রোগীর সংখ্যাই বেশি।

লাইনে দাঁড়ানো উপজেলার দেবীপুর গ্রামের খলিলুর রহমান বলেন, পেটে ব্যথার কারণে তাঁর মেয়ে তিন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি গেছেন। রাত থেকে তাঁরও ডায়রিয়া শুরু হয়েছে। সঙ্গে হালকা পেট ব্যথা করছে। এ জন্য তিনি বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন।

জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীই পেটের পীড়ায় ভুগছেন। পেট ব্যথা, ডায়রিয়া, বমিসহ পেটের নানা সমস্যায় ভুগছেন। হঠাৎ আবহাওয়াজনিত সমস্যায় পেটের পীড়ার রোগীর সংখ্যা বাড়ছে। পেটের সমস্যায় আক্রান্ত হলে দু-তিন পর্যন্ত সময় লাগছে সম্পূর্ণ সুস্থ হতে।

রুহুল আমিন আরও বলেন, অতিরিক্ত গরম ও খাদ্য অভ্যাসের কারণে অধিকাংশ মানুষ পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছে। এ সময় ভাজাপোড়া ও অতিরিক্ত তেলজাতীয় খাদ্য না খেতে পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত