খায়রুল বাসার নির্ঝর

১৯৮৭ সালে আমি মহারাজজির কাছে কত্থক শিখতে যাই । এর আগে উনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ১৯৮৪ সালে। আমরা নাচ নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে শিবলী (নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ) ভাইও ছিলেন। তিনি মহারাজজির সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে বললাম, আমিও যাব দেখা করতে।
তাঁর কাছে যখন গেলাম, ওখানে বসন্ত পঞ্চমীর পূজা হচ্ছিল। গুরু বসে থাকেন। আর শিক্ষার্থীরা প্রতিবছর নতুন করে তাঁদের ঘুঙুর পূজা করে নেয়। সবাই ঘুঙুর জমা দিচ্ছেন। মহারাজকে সালাম করে বসছেন। এসব দেখে ভাবলাম, এত সুন্দর শেখার একটা পরিবেশ হতে পারে! আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ‘ইয়ে লারকি কিউ রো রাহি হ্যায়?’ শিবলী বললেন, ‘মহারাজজি, ও খুব ভালো নাচে। আপনাকে দেখে আর এই পরিবেশ দেখে নিশ্চয়ই ওর খুব ভালো লাগছে।’ মহারাজজি তখন আমাকে বললেন, ‘আমিই তোমাকে শেখাব।’
এরপর আমি ১৯৮৭ সালে স্কলারশিপ নিয়ে ভারতে গেলাম। ভর্তি হলাম ভারতীয় কলাকেন্দ্রে। মহারাজজি শেখান দিল্লি কত্থক কেন্দ্রে। কিন্তু ওখানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ ছিল না। অগত্যা, ভারতীয় কলাকেন্দ্রে দুই বছর শেখার পর, দিল্লি কত্থক কেন্দ্রে পরীক্ষা দিয়ে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হলাম। মহারাজজি আমাকে পেয়ে মহাখুশি।
বিভিন্ন দেশ থেকে যে ছেলেমেয়েরা আসে, ওরা তো কত্থকের সঙ্গে তেমন পরিচিত না। আর আমি ছোটবেলা থেকেই কত্থক নাচি। ভালো একটা স্টুডেন্ট পেলে যাঁরা শেখান তাঁদেরও ভালো লাগে। তাই আমাকে পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন। আমিও অসম্ভব চর্চা করা একজন মানুষ। উনি যা শেখাতেন, আমি চর্চা করে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতাম।
উনাকে গুরু হিসেবে পাওয়া, আমার সবচেয়ে মধুর স্মৃতি। তাঁর তালিম দেওয়ার যে টেকনিক, কঠিন বিষয়কে সহজ করে শেখানোর যে কৌশল, মনে হচ্ছে এখনো সামনাসামনি দেখতে পাচ্ছি। এত সহজভাবে, সুন্দরভাবে বোঝাতেন!
মহারাজজি খুব সহজ-সাধারণ মানুষ ছিলেন। সামান্য আহার করতেন। দুটো আটার রুটি, একটু সবজি, সালাদ—খুব মেনে চলতেন। স্বাস্থ্যসচেতন ছিলেন তিনি।
তাঁর সঙ্গে আমার প্রায়ই যোগাযোগ হতো। উনি আমাকে ভিডিও কল দিতেন। আমিও কোনো প্রোগ্রাম থাকলে জিজ্ঞেস করে নিতাম, মহারাজজি এটা কীভাবে করব। এটা আমাকে একটু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। কয়েক দিন আগেও ফোন করেছেন আমাকে। উনার ছাত্রছাত্রীরা কীভাবে অন্য শিক্ষার্থীদের তৈরি করছে, সেটা তিনি জানতে চাচ্ছিলেন। আমি আমার শিক্ষার্থীদের নাচ পাঠালাম। সেগুলো দেখে তিনি খুব খুশি হলেন, তাঁর শেখানো নাচ নতুন প্রজন্মের মধ্যে এভাবে ছড়িয়ে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করলেন!
মহারাজজি চলে গেছেন—এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। খবরটা শোনার পর থেকে শকড হয়ে আছি। এমন ভালোবাসার ছায়া আমরা সবাই হারিয়ে ফেললাম! ভাবতেই পারছি না!
একনজরে বিরজু মহারাজ

১৯৮৭ সালে আমি মহারাজজির কাছে কত্থক শিখতে যাই । এর আগে উনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ১৯৮৪ সালে। আমরা নাচ নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে শিবলী (নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ) ভাইও ছিলেন। তিনি মহারাজজির সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে বললাম, আমিও যাব দেখা করতে।
তাঁর কাছে যখন গেলাম, ওখানে বসন্ত পঞ্চমীর পূজা হচ্ছিল। গুরু বসে থাকেন। আর শিক্ষার্থীরা প্রতিবছর নতুন করে তাঁদের ঘুঙুর পূজা করে নেয়। সবাই ঘুঙুর জমা দিচ্ছেন। মহারাজকে সালাম করে বসছেন। এসব দেখে ভাবলাম, এত সুন্দর শেখার একটা পরিবেশ হতে পারে! আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ‘ইয়ে লারকি কিউ রো রাহি হ্যায়?’ শিবলী বললেন, ‘মহারাজজি, ও খুব ভালো নাচে। আপনাকে দেখে আর এই পরিবেশ দেখে নিশ্চয়ই ওর খুব ভালো লাগছে।’ মহারাজজি তখন আমাকে বললেন, ‘আমিই তোমাকে শেখাব।’
এরপর আমি ১৯৮৭ সালে স্কলারশিপ নিয়ে ভারতে গেলাম। ভর্তি হলাম ভারতীয় কলাকেন্দ্রে। মহারাজজি শেখান দিল্লি কত্থক কেন্দ্রে। কিন্তু ওখানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ ছিল না। অগত্যা, ভারতীয় কলাকেন্দ্রে দুই বছর শেখার পর, দিল্লি কত্থক কেন্দ্রে পরীক্ষা দিয়ে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হলাম। মহারাজজি আমাকে পেয়ে মহাখুশি।
বিভিন্ন দেশ থেকে যে ছেলেমেয়েরা আসে, ওরা তো কত্থকের সঙ্গে তেমন পরিচিত না। আর আমি ছোটবেলা থেকেই কত্থক নাচি। ভালো একটা স্টুডেন্ট পেলে যাঁরা শেখান তাঁদেরও ভালো লাগে। তাই আমাকে পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন। আমিও অসম্ভব চর্চা করা একজন মানুষ। উনি যা শেখাতেন, আমি চর্চা করে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতাম।
উনাকে গুরু হিসেবে পাওয়া, আমার সবচেয়ে মধুর স্মৃতি। তাঁর তালিম দেওয়ার যে টেকনিক, কঠিন বিষয়কে সহজ করে শেখানোর যে কৌশল, মনে হচ্ছে এখনো সামনাসামনি দেখতে পাচ্ছি। এত সহজভাবে, সুন্দরভাবে বোঝাতেন!
মহারাজজি খুব সহজ-সাধারণ মানুষ ছিলেন। সামান্য আহার করতেন। দুটো আটার রুটি, একটু সবজি, সালাদ—খুব মেনে চলতেন। স্বাস্থ্যসচেতন ছিলেন তিনি।
তাঁর সঙ্গে আমার প্রায়ই যোগাযোগ হতো। উনি আমাকে ভিডিও কল দিতেন। আমিও কোনো প্রোগ্রাম থাকলে জিজ্ঞেস করে নিতাম, মহারাজজি এটা কীভাবে করব। এটা আমাকে একটু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। কয়েক দিন আগেও ফোন করেছেন আমাকে। উনার ছাত্রছাত্রীরা কীভাবে অন্য শিক্ষার্থীদের তৈরি করছে, সেটা তিনি জানতে চাচ্ছিলেন। আমি আমার শিক্ষার্থীদের নাচ পাঠালাম। সেগুলো দেখে তিনি খুব খুশি হলেন, তাঁর শেখানো নাচ নতুন প্রজন্মের মধ্যে এভাবে ছড়িয়ে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করলেন!
মহারাজজি চলে গেছেন—এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। খবরটা শোনার পর থেকে শকড হয়ে আছি। এমন ভালোবাসার ছায়া আমরা সবাই হারিয়ে ফেললাম! ভাবতেই পারছি না!
একনজরে বিরজু মহারাজ

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫