Ajker Patrika

নকলায় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ৪৯
নকলায় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন ঘোষণা

শেরপুরের নকলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গতকাল রোববার বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়নপ্রাপ্তরা হলেন-গণপদ্দী ইউনিয়নে শামছুর রহমান আবুল (বর্তমান চেয়ারম্যান), নকলা ইউনিয়নে মো. আনিসুর রহমান সোজা (বর্তমান চেয়ারম্যান), উরফা ইউনিয়নে মুহাম্মদ মো. রেজাউল হক হীরা (বর্তমান চেয়ারম্যান), গৌড়দ্বার ইউনিয়নে মো. শওকত হোসেন খান মুকুল (বর্তমান চেয়ারম্যান), বানেশ্বর্দী ইউনিয়নে আঞ্জুমান আরা বেগম (বর্তমান জেলা পরিষদ সদস্য), পাঠাকাটা ইউনিয়নে মো. আব্দুস ছালাম (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), টালকী ইউনিয়নে মো. বদরুজ্জামান (বর্তমান চেয়ারম্যান), চর অষ্টধর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বনী (বর্তমান চেয়ারম্যান) ও চন্দ্রকোনা ইউনিয়নে মো. সাজু সাইদ সিদ্দিকী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন বঞ্চিত উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরে আলম তালুকদার ভুট্টো জানান, আওয়ামী লীগ করার কারণে বিএনপি সরকারের আমলে আমার পরিবার নানাভাবে নির্যাতিত হয়েছে। তারপরেও দল আমাকে মূল্যায়ন না করায় আমি হতাশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেছেন, বিগত নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করেছিলেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এবার তাদেরকে মনোনয়ন দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত