যশোর প্রতিনিধি

যশোরে গত এক বছরে ২০ বছরের নিচে ৫৮ হাজার ১৬৪ জন মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। যাদের গড় বয়স ১৬.৩ বছর। আর কৈশোরকালীন মাতৃত্বের হার শতকরা ২৮ ভাগ। আর প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। যা বাল্যবিবাহের কারণেই বেশি ঘটছে।
গত বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শবনম মমতাজ রোজী। সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা।
উপপরিচালক শবনম মমতাজ রোজী বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনানুযায়ী দেশে ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ের অনুমতি নেই। তারপরও বাল্যবিবাহ হচ্ছে। যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, যশোরে প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। আর মৃত্যু হচ্ছে ৩৩টি শিশুর। যা বাল্য বিয়ের কারণেই বেশি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে বাল্যবিবাহ রোধের কোনো বিকল্প নেই।’
যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিসংখ্যান সহকারী তপন কুমার দাস বলেন, ‘জেলায় গত এক বছরে ২০ থেকে ২৯ বছর বয়সী ১ লাখ ৮২ হাজার ২১৫ জন এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৭৩ হাজার ২৫৬ জন মেয়ের বিয়ে হয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী জেলায় অক্টোবর মাস পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ৭৪৪ সন্তান উৎপাদনক্ষম সক্ষম দম্পতি রয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫১৮ দম্পতি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে।’

যশোরে গত এক বছরে ২০ বছরের নিচে ৫৮ হাজার ১৬৪ জন মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। যাদের গড় বয়স ১৬.৩ বছর। আর কৈশোরকালীন মাতৃত্বের হার শতকরা ২৮ ভাগ। আর প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। যা বাল্যবিবাহের কারণেই বেশি ঘটছে।
গত বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শবনম মমতাজ রোজী। সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা।
উপপরিচালক শবনম মমতাজ রোজী বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনানুযায়ী দেশে ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ের অনুমতি নেই। তারপরও বাল্যবিবাহ হচ্ছে। যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, যশোরে প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। আর মৃত্যু হচ্ছে ৩৩টি শিশুর। যা বাল্য বিয়ের কারণেই বেশি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে বাল্যবিবাহ রোধের কোনো বিকল্প নেই।’
যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিসংখ্যান সহকারী তপন কুমার দাস বলেন, ‘জেলায় গত এক বছরে ২০ থেকে ২৯ বছর বয়সী ১ লাখ ৮২ হাজার ২১৫ জন এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৭৩ হাজার ২৫৬ জন মেয়ের বিয়ে হয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী জেলায় অক্টোবর মাস পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ৭৪৪ সন্তান উৎপাদনক্ষম সক্ষম দম্পতি রয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫১৮ দম্পতি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫