Ajker Patrika

নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে খুলনা ও সাতক্ষীরায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

খুলনা: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বৃহস্পতিবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে নগরীর শহীদ হাদিস পার্কে জাতীয় সংগীত পরিবেশন, দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে শহীদ হাদিস পার্কের সামনে থেকে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে নগরীর ঐতিহ্যবাহী উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ‘দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো। পশ্চিমারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত, আর এখন তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে।’ এ সময় তিনি উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, খুলনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।

দেবহাটা: দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত