Ajker Patrika

পূজা হেগড়ের রূপ রুটিন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২: ০৬
পূজা হেগড়ের রূপ রুটিন

তামিল, তেলুগু ও হিন্দি ভাষার চলচ্চিত্রে প্রিয় মুখ পূজা হেগড়ে। এই ‘রাধে শ্যাম’ তারকার স্বচ্ছ ত্বক ও ঝলমলে চুলের রহস্য জেনে নিন।

ত্বকে একজিমা রয়েছে বলে সব সময় ময়েশ্চারাইজার লাগান। 

ত্বকের জেল্লা বাড়াতে খাদ্যতালিকায় ঘি রাখেন।

রাতে ঘুমানোর আগে ভালোভাবে মেকআপ তোলেন।

স্নানের আগে মাথার ত্বকে নারকেল তেল ম্যাসাজ করেন।

সূত্র: পিংকভিলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...