মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি

প্রশ্ন: মসজিদে গেলে মোবাইল ফোন বন্ধ রাখি। তবে মাঝেমধ্যে তা করতে ভুলে যাই। জামাতে নামাজ পড়ার সময় মোবাইলের রিং বাজলে কী করা উচিত? পকেট থেকে মোবাইল ফোন বের করে বন্ধ করে দেওয়া যাবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
তৈমুর আলম, ঢাকা
উত্তর: নামাজে বিশেষ প্রয়োজনে এক হাত ব্যবহারের অনুমতি আছে। তাই নামাজে মোবাইলের রিংটোন বেজে উঠলে তা পকেটে রেখেই এক হাতে কল কেটে দেবেন বা ফোন বন্ধ করে দেবেন। আর পকেট থেকে বের না করে বন্ধ করার উপায় না থাকলে দ্রুত বের করেই কেটে দেবেন। তবে মোবাইলফোন বের করে স্ক্রিনে তাকানো যাবে না। এভাবে স্ক্রিনে তাকিয়ে বন্ধ করলে নামাজ ভেঙে যাবে।
কারণ এ কাজ করার সময় আপনাকে নামাজে আছেন বলে মনে হচ্ছে না। এমন পরিস্থিতি অন্য কারণে সৃষ্টি হলেও নামাজ ভেঙে যায়। একই কারণে মোবাইলের রিং বন্ধ করার জন্য একসঙ্গে দুই হাত ব্যবহার করা যাবে না। এমনটি করলে নামাজ ভেঙে যাবে। কারণ ফিকহের পরিভাষায় তা ‘আমলে কাসির’-এর অন্তর্ভুক্ত।
তিনবার বিশুদ্ধভাবে ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বা সুবহানা রাব্বিয়াল আলা’ বলার পরিমাণ সময়ের মধ্যে একাধিকবার রিংটোন বাজলে উল্লিখিত পদ্ধতিতে দুইবার বন্ধ করার সুযোগ আছে। তবে এর বেশি করলে নামাজ ভেঙে যাবে। তবে একবার বা দুইবার বন্ধ করার পর তিন তাসবিহ পরিমাণ বিরতি দিয়ে আবার রিং বেজে উঠলে তখন বন্ধ করা যাবে। মোটকথা, তিন তাসবিহ বলার মতো সময়ের মধ্যে তিনবার রিং বন্ধের জন্য এক হাতও ব্যবহার করা যাবে না। এতে নামাজ ভেঙে যাবে।
আরেকটি বিষয় হলো, দুই হাত ব্যবহার করা ছাড়া যদি মোবাইল বন্ধ করা সম্ভব না হয়, তবে আপনার জন্য নামাজ ভেঙে ফোন বন্ধ করার অনুমতি আছে; বরং এটি কর্তব্য। কেউ কেউ এটিকে ওয়াজিবও বলেছেন। কারণ এতে শুধু আপনারই মনোযোগ বিঘ্নিত হচ্ছে না; বরং অন্য মুসল্লিদেরও মনোযোগ নষ্ট হচ্ছে। তাই নামাজ ভেঙে আগে রিংটোন বন্ধ করবেন, এরপর আবার নতুন করে জামাতে অংশ নেবেন।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১ / ৫৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১ / ১০৫-১০৭; রদ্দুল মুহতার ১ / ৬২৪-২৬৫; আল-বাহরুর রায়েক ১ / ২৮৭ ও ২ / ১১-১২; খোলাসাতুল ফাতাওয়া ১ / ১২৯; আহসানুল ফাতাওয়া ৩ / ৪১৮-৪১৯; তাহতাবি আলাল মারাবি ১৯৮।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

প্রশ্ন: মসজিদে গেলে মোবাইল ফোন বন্ধ রাখি। তবে মাঝেমধ্যে তা করতে ভুলে যাই। জামাতে নামাজ পড়ার সময় মোবাইলের রিং বাজলে কী করা উচিত? পকেট থেকে মোবাইল ফোন বের করে বন্ধ করে দেওয়া যাবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
তৈমুর আলম, ঢাকা
উত্তর: নামাজে বিশেষ প্রয়োজনে এক হাত ব্যবহারের অনুমতি আছে। তাই নামাজে মোবাইলের রিংটোন বেজে উঠলে তা পকেটে রেখেই এক হাতে কল কেটে দেবেন বা ফোন বন্ধ করে দেবেন। আর পকেট থেকে বের না করে বন্ধ করার উপায় না থাকলে দ্রুত বের করেই কেটে দেবেন। তবে মোবাইলফোন বের করে স্ক্রিনে তাকানো যাবে না। এভাবে স্ক্রিনে তাকিয়ে বন্ধ করলে নামাজ ভেঙে যাবে।
কারণ এ কাজ করার সময় আপনাকে নামাজে আছেন বলে মনে হচ্ছে না। এমন পরিস্থিতি অন্য কারণে সৃষ্টি হলেও নামাজ ভেঙে যায়। একই কারণে মোবাইলের রিং বন্ধ করার জন্য একসঙ্গে দুই হাত ব্যবহার করা যাবে না। এমনটি করলে নামাজ ভেঙে যাবে। কারণ ফিকহের পরিভাষায় তা ‘আমলে কাসির’-এর অন্তর্ভুক্ত।
তিনবার বিশুদ্ধভাবে ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বা সুবহানা রাব্বিয়াল আলা’ বলার পরিমাণ সময়ের মধ্যে একাধিকবার রিংটোন বাজলে উল্লিখিত পদ্ধতিতে দুইবার বন্ধ করার সুযোগ আছে। তবে এর বেশি করলে নামাজ ভেঙে যাবে। তবে একবার বা দুইবার বন্ধ করার পর তিন তাসবিহ পরিমাণ বিরতি দিয়ে আবার রিং বেজে উঠলে তখন বন্ধ করা যাবে। মোটকথা, তিন তাসবিহ বলার মতো সময়ের মধ্যে তিনবার রিং বন্ধের জন্য এক হাতও ব্যবহার করা যাবে না। এতে নামাজ ভেঙে যাবে।
আরেকটি বিষয় হলো, দুই হাত ব্যবহার করা ছাড়া যদি মোবাইল বন্ধ করা সম্ভব না হয়, তবে আপনার জন্য নামাজ ভেঙে ফোন বন্ধ করার অনুমতি আছে; বরং এটি কর্তব্য। কেউ কেউ এটিকে ওয়াজিবও বলেছেন। কারণ এতে শুধু আপনারই মনোযোগ বিঘ্নিত হচ্ছে না; বরং অন্য মুসল্লিদেরও মনোযোগ নষ্ট হচ্ছে। তাই নামাজ ভেঙে আগে রিংটোন বন্ধ করবেন, এরপর আবার নতুন করে জামাতে অংশ নেবেন।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১ / ৫৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১ / ১০৫-১০৭; রদ্দুল মুহতার ১ / ৬২৪-২৬৫; আল-বাহরুর রায়েক ১ / ২৮৭ ও ২ / ১১-১২; খোলাসাতুল ফাতাওয়া ১ / ১২৯; আহসানুল ফাতাওয়া ৩ / ৪১৮-৪১৯; তাহতাবি আলাল মারাবি ১৯৮।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫