রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। ফসল নষ্ট হয়ে যাওয়া জমিতে এবং বাড়ির আঙিনায় শাক-সবজি লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর পাশাপাশি হাঁস-মুরগি ও ভেড়া পালন করে ভাগ্য বদলানোরও স্বপ্ন দেখছেন অনেকে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা নদী হলহলিয়া, সোনাভরি ও জিনিজিরাম নদীর তীরবর্তী মানুষ প্রতিবছর বন্যা মোকাবিলা করে আসছেন। এবারের বন্যায় তাঁদের ধানের বীজতলা, ধানের ফসল, বাড়ির আশপাশের শাক-সবজি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়। বন্যায় নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদিপশুর খাদ্য খড়ের গাদা। এই ক্ষতি কমাতে সরকারের উন্নয়ন সংস্থার পাশাপাশি উপজেলার ৯টি গ্রামের ২৭০টি পরিবার ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে ঘুরে দাঁড়ায়। বন্যা পরবর্তী সময়ে তাঁরা শুরু করে বসত ভিটায় সবজি চাষ, হাঁস-মুরগি ও ভেড়া পালন। এতেই পাল্টে যেতে থাকে তাঁদের জীবনমান। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়ে তাঁরা তা কাজে লাগাচ্ছেন।
উপজেলার পাড়ের চর এফডিএমসির সদস্য মোছা রাশেদা খাতুন, বিউটি খাতুন, স্বপনা বেগম, খায়রুন নেছা ও আব্দুর রশিদ বলেন, ‘বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমরা চরাঞ্চলের মানুষ নিজেদের বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে ভালোমানের সবজি চাষ করে খাদ্যের চাহিদা ও পুষ্টি পূরণ করতে সক্ষম হয়েছি। তা ছাড়া অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।’
যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এনামুল হক মন্টু বলেন, ‘উন্নত জাতের ভেড়া পালনে সবাই উৎসাহিত হচ্ছে। আমি ১টি ভেড়া পালন করে ৬ মাস পরে তিনটি ভেড়ার মালিক হয়েছি। এই ভেড়া পালন করে আমি স্বাবলম্বী হব।’ একই কথা বলেন, ওই গ্রামের লাইলী বেগম, আব্দুল মান্নান, আমেনা বেগম।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামের মানুষ উন্নত জাতের শাক-সবজি ও ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন। বন্যা পরবর্তী সময়ে তাঁরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন।’

বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। ফসল নষ্ট হয়ে যাওয়া জমিতে এবং বাড়ির আঙিনায় শাক-সবজি লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর পাশাপাশি হাঁস-মুরগি ও ভেড়া পালন করে ভাগ্য বদলানোরও স্বপ্ন দেখছেন অনেকে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা নদী হলহলিয়া, সোনাভরি ও জিনিজিরাম নদীর তীরবর্তী মানুষ প্রতিবছর বন্যা মোকাবিলা করে আসছেন। এবারের বন্যায় তাঁদের ধানের বীজতলা, ধানের ফসল, বাড়ির আশপাশের শাক-সবজি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়। বন্যায় নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদিপশুর খাদ্য খড়ের গাদা। এই ক্ষতি কমাতে সরকারের উন্নয়ন সংস্থার পাশাপাশি উপজেলার ৯টি গ্রামের ২৭০টি পরিবার ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে ঘুরে দাঁড়ায়। বন্যা পরবর্তী সময়ে তাঁরা শুরু করে বসত ভিটায় সবজি চাষ, হাঁস-মুরগি ও ভেড়া পালন। এতেই পাল্টে যেতে থাকে তাঁদের জীবনমান। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়ে তাঁরা তা কাজে লাগাচ্ছেন।
উপজেলার পাড়ের চর এফডিএমসির সদস্য মোছা রাশেদা খাতুন, বিউটি খাতুন, স্বপনা বেগম, খায়রুন নেছা ও আব্দুর রশিদ বলেন, ‘বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমরা চরাঞ্চলের মানুষ নিজেদের বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে ভালোমানের সবজি চাষ করে খাদ্যের চাহিদা ও পুষ্টি পূরণ করতে সক্ষম হয়েছি। তা ছাড়া অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।’
যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এনামুল হক মন্টু বলেন, ‘উন্নত জাতের ভেড়া পালনে সবাই উৎসাহিত হচ্ছে। আমি ১টি ভেড়া পালন করে ৬ মাস পরে তিনটি ভেড়ার মালিক হয়েছি। এই ভেড়া পালন করে আমি স্বাবলম্বী হব।’ একই কথা বলেন, ওই গ্রামের লাইলী বেগম, আব্দুল মান্নান, আমেনা বেগম।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামের মানুষ উন্নত জাতের শাক-সবজি ও ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন। বন্যা পরবর্তী সময়ে তাঁরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫