ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চার দিন ধরে সেখান থেকে বালু উত্তোলনসহ যমুনার চর কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা।
এমন অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হযরত আলীর বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি স্থানের ইজারা নিয়ে বালু তুলছেন।
গতকাল শনিবার দুপুরে দেখা গেছে, যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় খননযন্ত্র বাসিয়ে বালু তোলা হচ্ছে। যমুনা নদীর সহড়াবাড়ি তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালু জমা করা হচ্ছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরে পৃথক অভিযান চালানো হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ। বালু তোলার অভিযোগে সেখান থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি বাল্কহেড জব্দ করা হয়। কিন্তু তারপরও থামছে না বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য।
নাম প্রকাশ না করার শর্তে সহড়াবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, হযরত আলীসহ এই এলাকায় ১০ থেকে ১২ জন প্রভাবশালী ব্যক্তি বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এর আগে ২০১৯ সালে হযরত আলীর প্রায় কোটি টাকার বালু জব্দ করে প্রশাসন। এরপর কিছুদিন বালু তোলা বন্ধ ছিল। তবে সম্প্রতি বালু ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়। রাতের আঁধারে চর কেটে বালু-বাণিজ্য করতেন তাঁরা। কিন্তু চার দিন ধরে প্রকাশ্যে সহড়াবাড়ি ঘাট থেকেই বালু তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। বারবার ভাঙনের ফলে ওই ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। ওই গ্রামের লোকজন যমুনা নদীর বাঁধসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
যমুনা নদীতে ১২ বছর আগে বৈশাখী চর ও রাধানগর চর জেগে ওঠে। সে সময় ওই চরের উঁচু স্থানে বসতঘর নির্মাণ করে প্রায় ২০০টি পরিবার। শুষ্ক মৌসুমে চরগুলোতে প্রায় সব ধরনের চাষাবাদ করা যায়। চরে চাষাবাদ করেই সেখানকার মানুষের জীবিকা নির্বাহ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের অগোচরে খননযন্ত্র দিয়ে চর কেটে বালু-বাণিজ্য করে আসছেন। প্রশাসনের তৎপরতায় বালু-বাণিজ্য কিছুদিনের জন্য বন্ধ হয়। কিন্তু কিছুদিন পর আবারও বালু-বাণিজ্য শুরু হয়।
বৈশাখী চরের বাসিন্দা রহমত আলী বলেন, যমুনার বুকে চর জেগে ওঠার পর থেকে সেখানে বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু বালুখোরেরা চর কেটে বাণিজ্য করছেন। এ জন্য তাঁর বসতবাড়ি যমুনায় বিলীন হয়েছে। তাই বর্তমানে তিনি উদ্বাস্তু জীবনযাপন করছেন।
হযরত আলীর ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক সদস্য। বালু উত্তোলনের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদ থেকে সহড়াবাড়ি নৌঘাট ইজারা বন্দোবস্ত নিয়েছেন তিনি। যমুনা নদীর পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এ জন্য বালু তুলে নৌকা চলাচলের পথ পরিষ্কার করা হচ্ছে।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, এক সপ্তাহ আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে কারাদণ্ড ও ৪টি খননযন্ত্র জব্দ করা হয়। আবারও বালু তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চার দিন ধরে সেখান থেকে বালু উত্তোলনসহ যমুনার চর কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা।
এমন অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হযরত আলীর বিরুদ্ধে। তবে তাঁর দাবি, তিনি স্থানের ইজারা নিয়ে বালু তুলছেন।
গতকাল শনিবার দুপুরে দেখা গেছে, যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট এলাকায় খননযন্ত্র বাসিয়ে বালু তোলা হচ্ছে। যমুনা নদীর সহড়াবাড়ি তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালু জমা করা হচ্ছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরে পৃথক অভিযান চালানো হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ। বালু তোলার অভিযোগে সেখান থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি বাল্কহেড জব্দ করা হয়। কিন্তু তারপরও থামছে না বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য।
নাম প্রকাশ না করার শর্তে সহড়াবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, হযরত আলীসহ এই এলাকায় ১০ থেকে ১২ জন প্রভাবশালী ব্যক্তি বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এর আগে ২০১৯ সালে হযরত আলীর প্রায় কোটি টাকার বালু জব্দ করে প্রশাসন। এরপর কিছুদিন বালু তোলা বন্ধ ছিল। তবে সম্প্রতি বালু ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়। রাতের আঁধারে চর কেটে বালু-বাণিজ্য করতেন তাঁরা। কিন্তু চার দিন ধরে প্রকাশ্যে সহড়াবাড়ি ঘাট থেকেই বালু তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। বারবার ভাঙনের ফলে ওই ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। ওই গ্রামের লোকজন যমুনা নদীর বাঁধসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
যমুনা নদীতে ১২ বছর আগে বৈশাখী চর ও রাধানগর চর জেগে ওঠে। সে সময় ওই চরের উঁচু স্থানে বসতঘর নির্মাণ করে প্রায় ২০০টি পরিবার। শুষ্ক মৌসুমে চরগুলোতে প্রায় সব ধরনের চাষাবাদ করা যায়। চরে চাষাবাদ করেই সেখানকার মানুষের জীবিকা নির্বাহ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের অগোচরে খননযন্ত্র দিয়ে চর কেটে বালু-বাণিজ্য করে আসছেন। প্রশাসনের তৎপরতায় বালু-বাণিজ্য কিছুদিনের জন্য বন্ধ হয়। কিন্তু কিছুদিন পর আবারও বালু-বাণিজ্য শুরু হয়।
বৈশাখী চরের বাসিন্দা রহমত আলী বলেন, যমুনার বুকে চর জেগে ওঠার পর থেকে সেখানে বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু বালুখোরেরা চর কেটে বাণিজ্য করছেন। এ জন্য তাঁর বসতবাড়ি যমুনায় বিলীন হয়েছে। তাই বর্তমানে তিনি উদ্বাস্তু জীবনযাপন করছেন।
হযরত আলীর ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক সদস্য। বালু উত্তোলনের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদ থেকে সহড়াবাড়ি নৌঘাট ইজারা বন্দোবস্ত নিয়েছেন তিনি। যমুনা নদীর পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এ জন্য বালু তুলে নৌকা চলাচলের পথ পরিষ্কার করা হচ্ছে।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, এক সপ্তাহ আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে কারাদণ্ড ও ৪টি খননযন্ত্র জব্দ করা হয়। আবারও বালু তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫