সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে দলীয় কোন্দল (গ্রুপিং) চরম আকার ধারণ করেছে। যতই দিন যাচ্ছে ততই তা প্রকাশ্যে আসছে। তবে এর ঠিক বিপরীত চিত্র বিএনপিতে। গত এক যুগেরও বেশি সময় সরকারি দলের নেতা-কর্মীদের কারণে রাজনীতির মাঠে সুবিধা করে উঠতে না পারলেও আওয়ামী লীগের মধ্যে কোন্দলের সুযোগ নিয়ে মাঠে বিএনপি। সেই লক্ষ্যে দলটির নেতা-কর্মীরা দল গোছানো শুরু করে দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনেও দুই দলের এমন অবস্থার প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হোসেনপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের কোন্দলের চিত্রটি আবারও প্রকাশ্যে আসে।
গত ১৮ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামসংলগ্ন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগত বছরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে এ নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। কিন্তু এ বছর স্থানীয় এমপির স্থলে প্রধান অতিথি করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে। বিষয়টি অশোভনীয় উল্লেখ করে ১৭ সেপ্টেম্বর লিখিত চিঠির মাধ্যমে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগকে সতর্ক বার্তা করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সাংসদ লিপি। এর আগেও বাণিজ্য মেলায় মশিউর রহমান হুমায়ুনকে প্রধান অতিথি করার কারণে হোসেনপুর আওয়ামী লীগকে লিখিতভাবে সতর্ক করেছিলেন।
সম্প্রতি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত, বয়সোত্তীর্ণ, সরকারি চাকরিজীবী, অছাত্র, ব্যবসায়ী ও মাদকাসক্তদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ করেছেন এমপির সমর্থক নেতা-কর্মীরা। এ ছাড়া কমিটি ঘোষণার আগে না জানানোয় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ একাধিক সূত্রে জানা গেছে, মশিউর রহমান হুমায়ুন ২০১৮ সাল থেকে কিশোরগঞ্জের রাজনীতিতে সরব হন। কিশোরগঞ্জ ও হোসেনপুরের রাজনীতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের দিন দিন আধিপত্য বেড়ে যাওয়ার কারণে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনীত প্রার্থী হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারেননি। আর তার জের ধরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সরব এমপির সমর্থকেরা। এর আগে এমপি সমর্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলামকে গত ১৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বোপরি কিশোরগঞ্জ-১ আসনের আওয়ামী রাজনীতির মাঠ একচেটিয়াভাবে মশিউর রহমান হুমায়ুনের দখলে। এ থেকেই কোন্দলের আগুনে পুড়ছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, রাজনীতির মাঠে যা শুরু হয়েছে এতে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে। প্রতিযোগিতা থাকা ভালো, তবে প্রতিহিংসা থাকা ভালো না। তাঁদের অভিযোগ, তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার চেয়ে নেতারা কোন্দল, সংঘাত, সংঘর্ষ নিয়েই বেশি ব্যস্ত। এসব কারণেই গত ২১ মার্চ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
অন্যদিকে কিশোরগঞ্জ বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, হামলা-মামলার মুখেও তাঁরা আন্দোলন কর্মসূচিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। এমন অবস্থার মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পেরে কিশোরগঞ্জে এখন অনেক বেশি শক্তিশালী বিএনপি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মুবিন বলেন, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে জাতীয়তাবাদী সৈনিকেরা আজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো মূল্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন তাঁরা।
জেলা আওয়ামী লীগের কোন্দলের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, ‘আগুন জ্বালিয়ে, জনগণকে কষ্ট দিয়ে করা প্রতিবাদ দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে।’ হোসেনপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত দলীয় ফোরামেই বলতে হয়।
এ বিষয়ে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কিশোরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে দলীয় কোন্দল (গ্রুপিং) চরম আকার ধারণ করেছে। যতই দিন যাচ্ছে ততই তা প্রকাশ্যে আসছে। তবে এর ঠিক বিপরীত চিত্র বিএনপিতে। গত এক যুগেরও বেশি সময় সরকারি দলের নেতা-কর্মীদের কারণে রাজনীতির মাঠে সুবিধা করে উঠতে না পারলেও আওয়ামী লীগের মধ্যে কোন্দলের সুযোগ নিয়ে মাঠে বিএনপি। সেই লক্ষ্যে দলটির নেতা-কর্মীরা দল গোছানো শুরু করে দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনেও দুই দলের এমন অবস্থার প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হোসেনপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের কোন্দলের চিত্রটি আবারও প্রকাশ্যে আসে।
গত ১৮ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামসংলগ্ন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগত বছরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে এ নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। কিন্তু এ বছর স্থানীয় এমপির স্থলে প্রধান অতিথি করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে। বিষয়টি অশোভনীয় উল্লেখ করে ১৭ সেপ্টেম্বর লিখিত চিঠির মাধ্যমে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগকে সতর্ক বার্তা করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সাংসদ লিপি। এর আগেও বাণিজ্য মেলায় মশিউর রহমান হুমায়ুনকে প্রধান অতিথি করার কারণে হোসেনপুর আওয়ামী লীগকে লিখিতভাবে সতর্ক করেছিলেন।
সম্প্রতি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত, বয়সোত্তীর্ণ, সরকারি চাকরিজীবী, অছাত্র, ব্যবসায়ী ও মাদকাসক্তদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ করেছেন এমপির সমর্থক নেতা-কর্মীরা। এ ছাড়া কমিটি ঘোষণার আগে না জানানোয় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ একাধিক সূত্রে জানা গেছে, মশিউর রহমান হুমায়ুন ২০১৮ সাল থেকে কিশোরগঞ্জের রাজনীতিতে সরব হন। কিশোরগঞ্জ ও হোসেনপুরের রাজনীতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের দিন দিন আধিপত্য বেড়ে যাওয়ার কারণে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনীত প্রার্থী হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারেননি। আর তার জের ধরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সরব এমপির সমর্থকেরা। এর আগে এমপি সমর্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলামকে গত ১৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বোপরি কিশোরগঞ্জ-১ আসনের আওয়ামী রাজনীতির মাঠ একচেটিয়াভাবে মশিউর রহমান হুমায়ুনের দখলে। এ থেকেই কোন্দলের আগুনে পুড়ছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, রাজনীতির মাঠে যা শুরু হয়েছে এতে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে। প্রতিযোগিতা থাকা ভালো, তবে প্রতিহিংসা থাকা ভালো না। তাঁদের অভিযোগ, তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার চেয়ে নেতারা কোন্দল, সংঘাত, সংঘর্ষ নিয়েই বেশি ব্যস্ত। এসব কারণেই গত ২১ মার্চ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
অন্যদিকে কিশোরগঞ্জ বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, হামলা-মামলার মুখেও তাঁরা আন্দোলন কর্মসূচিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। এমন অবস্থার মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পেরে কিশোরগঞ্জে এখন অনেক বেশি শক্তিশালী বিএনপি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মুবিন বলেন, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে জাতীয়তাবাদী সৈনিকেরা আজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো মূল্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন তাঁরা।
জেলা আওয়ামী লীগের কোন্দলের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, ‘আগুন জ্বালিয়ে, জনগণকে কষ্ট দিয়ে করা প্রতিবাদ দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে।’ হোসেনপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত দলীয় ফোরামেই বলতে হয়।
এ বিষয়ে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫