Ajker Patrika

ইয়াবাসহ যুবক আটক

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৪৪
ইয়াবাসহ যুবক আটক

বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকা থেকে ৮ হাজার ৬৮০টি ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। গত শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানায় র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি জেলার কোতোয়ালি মডেল থানার বাড়াইপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল বুড়িচং উপজেলার ময়নামতি ফরিজপুর ইংরেজ কবরস্থানের সামনে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলে করে ইয়াবা পরিবহনের সময় মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

এ ঘটনায় গতকাল রোববার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দিন তাঁকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...