Ajker Patrika

রুপা জিতে সোনার আশা রুবেল-দিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ৪৫
রুপা জিতে সোনার আশা রুবেল-দিয়ার

কোরিয়ার দুই তিরন্দাজের তির ধারাবাহিক বিঁধছে দশ আর নয়ের ঘরে। প্রতিপক্ষের এমন ধারাবাহিক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেলেন বাংলাদেশের দুই তিরন্দাজ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। বেশ পিছিয়ে থেকে প্রথম দুই সেট হারের পর ছন্দটা ফিরে এল তৃতীয় সেটে। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। কোরিয়ার সঙ্গে দারুণ লড়াইয়ে সেট ড্র হওয়ায় এশিয়ান আর্চারিতে বাংলাদেশের প্রথম সোনা জয়ের স্বপ্ন ভাঙল ৫-১ সেটে হেরে।

সোনা জেতা হয়নি। তবু গতকাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে দিয়া-রুবেল যা করেছেন, তাতেই গড়া হয়েছে ইতিহাস। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আগের আট আসরে যা হয়নি, সেই পদকের আক্ষেপ ঘুচেছে ঘরের মাটিতে। একটি-দুটি নয়; তিরন্দাজদের তির-ধনুকে বাংলাদেশ হেসেছে তিন পদকের হাসিতে। সাফল্যের মাঝে আক্ষেপ শুধু শক্তিশালী কোরিয়ার বিপক্ষে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জিততে না পারা।

গতকাল সকালে প্রথম তিরটা ছুড়েছিল কোরিয়া। সেই তির পড়ল দশের ঘরে। প্রথমে সেটে রিউ সু জুং-লি সিউং ইউনের স্কোর হয়ে গেল ৩৮। জবাবে রুবেল-দিয়া করলেন ৩২। দ্বিতীয় সেটে খুব বেশি উন্নতি হয়নি বাংলাদেশের, স্বাগতিকদের ৩৩ স্কোরের জবাবে কোরিয়ার স্কোর ৩৯। ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ শেষ সেটে খেলল দারুণ, ৪০ পয়েন্টের মধ্যে রুবেল আর দিয়ার স্কোর ৩৮। সমান স্কোর গড়েছে কোরিয়াও। সেট ড্র। আগের দুই সেট জেতায় সোনা গেল কোরিয়ার ঘরে।

সোনা জিততে না পারার আক্ষেপ থাকলেও এই হারকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সোনা জয়ের স্বপ্ন দিয়া সিদ্দিকীর। পাশাপাশি সরকারের কাছে করলেন আর্চারিতে বিনিয়োগের দাবি। বলেছেন, ‘আমাদের কোরিয়ার মানে পৌঁছাতে হবে। আর্চারির দিকে সরকারের আরেকটু নজর দেওয়া উচিত। মানুষ হয়তো আর্চারি সম্পর্কে এখন কিছু জানবে কিন্তু কয়দিন পর ভুলে যাবে। পৃষ্ঠপোষক থেকে আর্চারি কিছু সুযোগ-সুবিধা পায়। সরকার থেকে খুব বেশি পাচ্ছে না।’

নিজের জন্মদিনে সোনা জিততে না পারার দুঃখে পুড়েছেন মিশ্র দ্বৈতে দিয়ার সঙ্গী রুবেল। বলেছেন, ‘আমার চেষ্টা ছিল দেশকে কিছু একটা উপহার দেওয়ার, যাতে মানুষ আর্চারিকে কিছুটা হলেও চেনে। কিছুটা আক্ষেপ আছে যে সোনাটা এত কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। এখন চেষ্টা থাকবে বড় টুর্নামেন্টে আরও ভালো করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত