নরসিংদী ও মনোহরদী প্রতিনিধি

মনোহরদীর তিন ইউপি নির্বাচনে ১৯ ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। গতকাল শনিবার তিনি আজকের পত্রিকাকে এসব কথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫ জুন। মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশের সদস্যরা তৎপর থাকবেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘কোনো ধরনের সমস্যা যেন না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী এই তিন সময়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চরমান্দালিয়া এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরমান্দালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে ২১ হাজার ৩৯৯ জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিনে ওই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের উঠান বৈঠক। গত শুক্রবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর গোহালবাড়িয়া গ্রামে
আওয়ামী লীগের আলোচনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী এমদাদুল হক আকন্দকে বিজয়ী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

মনোহরদীর তিন ইউপি নির্বাচনে ১৯ ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। গতকাল শনিবার তিনি আজকের পত্রিকাকে এসব কথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫ জুন। মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশের সদস্যরা তৎপর থাকবেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘কোনো ধরনের সমস্যা যেন না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী এই তিন সময়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চরমান্দালিয়া এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরমান্দালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে ২১ হাজার ৩৯৯ জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিনে ওই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের উঠান বৈঠক। গত শুক্রবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর গোহালবাড়িয়া গ্রামে
আওয়ামী লীগের আলোচনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী এমদাদুল হক আকন্দকে বিজয়ী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫