মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে টানা বৃষ্টিতে ইটভাটার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভাটামালিকেরা। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে উপজেলার প্রায় ৩০টি ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। অগ্রহায়ণের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
এতে মোট ক্ষতির পরিমাণ বেড়ে কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে এ বছর ইটের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে ইটের সংকট দেখা দিতে পারে।
মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলায় ছোট-বড় মিলে অন্তত ৩২টি ইটভাটা আছে। এক হাজার কাঁচা ইট তৈরিতে খরচ হয় প্রায় ৩ হাজার ৫০০ টাকা এবং এক লাখ ইট তৈরিতে খরচ হয় প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। বেশ কয়েক দিন ধরে ভাটা মালিকেরা কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে তা পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
উপজেলার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ইটভাটা ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়েছেন ইটভাটার শ্রমিকেরা। প্রত্যেক মৌসুমে এসব ভাটায় কয়েক দফায় ইট তৈরি করা হয়। সে অনুযায়ী ছোট-বড় মিলে গড়ে প্রতিটি ভাটায় বছরে ২০ থেকে ৫০ লাখ ইট তৈরি হয়।
উপজেলা সদরের রাজু ব্রিকসের মালিক তানভীর রহমান রাজু আজকের পত্রিকাকে জানান, তিন দিনের বৃষ্টিতে প্রায় ২৮ লাখ টাকার কাঁচা ইটের ক্ষতি হয়েছে। এই ইটগুলো আর কাজে আসবে না। শুরুতে বড় ধরনের ক্ষতি এই মৌসুমে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এ বছর বড় অঙ্কের লোকসান গুনতে হবে। এতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিসহ মাঠ পরিষ্কার করতে অতিরিক্ত অনেক টাকা খরচ করতে হবে।
মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকার তুবা ব্রিকসের মো. গোলাম আজম সাবু জানান, এমনিতে নানা কারণে ইটের ব্যবসা এখন আর আগের মতো লাভজনক নেই। অকালে ভারী বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। নানা উপকরণ, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ এই ক্ষতি পুষিয়ে অনেকের পক্ষে ইট উৎপাদনে ফিরে আসা কষ্টকর হয়ে উঠবে।
মাগুরা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম জানান, বৃষ্টিতে ইটভাটা মালিকদের অনেক ক্ষতি হয়েছে। সহজ শর্তে ব্যাংক ঋণ না পেলে অনেকেই আর ইট তৈরি করতে পারবেন না।

মাগুরার মহম্মদপুরে টানা বৃষ্টিতে ইটভাটার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভাটামালিকেরা। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে উপজেলার প্রায় ৩০টি ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। অগ্রহায়ণের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
এতে মোট ক্ষতির পরিমাণ বেড়ে কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে এ বছর ইটের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে ইটের সংকট দেখা দিতে পারে।
মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলায় ছোট-বড় মিলে অন্তত ৩২টি ইটভাটা আছে। এক হাজার কাঁচা ইট তৈরিতে খরচ হয় প্রায় ৩ হাজার ৫০০ টাকা এবং এক লাখ ইট তৈরিতে খরচ হয় প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। বেশ কয়েক দিন ধরে ভাটা মালিকেরা কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে তা পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
উপজেলার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ইটভাটা ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়েছেন ইটভাটার শ্রমিকেরা। প্রত্যেক মৌসুমে এসব ভাটায় কয়েক দফায় ইট তৈরি করা হয়। সে অনুযায়ী ছোট-বড় মিলে গড়ে প্রতিটি ভাটায় বছরে ২০ থেকে ৫০ লাখ ইট তৈরি হয়।
উপজেলা সদরের রাজু ব্রিকসের মালিক তানভীর রহমান রাজু আজকের পত্রিকাকে জানান, তিন দিনের বৃষ্টিতে প্রায় ২৮ লাখ টাকার কাঁচা ইটের ক্ষতি হয়েছে। এই ইটগুলো আর কাজে আসবে না। শুরুতে বড় ধরনের ক্ষতি এই মৌসুমে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এ বছর বড় অঙ্কের লোকসান গুনতে হবে। এতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিসহ মাঠ পরিষ্কার করতে অতিরিক্ত অনেক টাকা খরচ করতে হবে।
মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকার তুবা ব্রিকসের মো. গোলাম আজম সাবু জানান, এমনিতে নানা কারণে ইটের ব্যবসা এখন আর আগের মতো লাভজনক নেই। অকালে ভারী বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। নানা উপকরণ, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ এই ক্ষতি পুষিয়ে অনেকের পক্ষে ইট উৎপাদনে ফিরে আসা কষ্টকর হয়ে উঠবে।
মাগুরা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম জানান, বৃষ্টিতে ইটভাটা মালিকদের অনেক ক্ষতি হয়েছে। সহজ শর্তে ব্যাংক ঋণ না পেলে অনেকেই আর ইট তৈরি করতে পারবেন না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫