রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিলের সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতারক চক্রটি রাজশাহীর দুর্গাপুর, পবা ও বাঘার ইউএনওকে ফোন করেছে। তবে এ ঘটনায় কেউ প্রতারিত হননি। প্রতারকদের শনাক্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে পুঠিয়ার ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘জেলা প্রশাসক, রাজশাহী স্যারের অফিশিয়াল নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশক্রমে, ডিসি, রাজশাহী।’
বাঘার ইউএনও পাপিয়া সুলতানা বলেন, ‘আমাকে ফোন করা হয়। ফোন করে একটা মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, এটা ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নম্বর। এই নম্বরে যেন যোগাযোগ করি। কিন্তু কণ্ঠস্বর এবং কথা শুনেই আমি নম্বর ক্লোন করার বিষয়টি বুঝতে পেরে ফোন কেটে দেই। নইলে আমার নম্বরও ক্লোন হওয়ার ঝুঁকি ছিল।’
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহীর তিন ইউএনও এ ধরনের ফোন পাওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তবে কেউ প্রতারিত হননি। অন্য কেউ প্রতারিত হয়েছেন এমন খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছেন। পুলিশ প্রতারককে খুঁজে বের করবে।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘আমাদের একটি বিভাগ এ নিয়ে কাজ করে। বিভাগটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ নিয়ে মামলা কিংবা জিডি হয়নি। প্রতারকদের শনাক্ত করা গেলে মামলা করা হবে। তখন তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, সিম কার্ডের অবিকল প্রতিরূপ তৈরিই হলো সিম ক্লোনিং। বাজারে সিম কপির সফটওয়্যার ও হার্ডওয়্যার পাওয়া যায়, যা দিয়ে সিম কপি করা সহজ। প্রতারকেরা যে কোনো নম্বরের সিম কপি করে ফোন করে। এর মাধ্যমে তারা অবৈধ সুবিধা বাগিয়ে নেওয়ার চেষ্টা করে। যার নম্বরটি ক্লোনিং করা হয় সে নম্বরটি একই থাকায় অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। ভাবেন, পরিচিত ব্যক্তিই তাকে ফোন করেছেন।

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিলের সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতারক চক্রটি রাজশাহীর দুর্গাপুর, পবা ও বাঘার ইউএনওকে ফোন করেছে। তবে এ ঘটনায় কেউ প্রতারিত হননি। প্রতারকদের শনাক্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে পুঠিয়ার ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘জেলা প্রশাসক, রাজশাহী স্যারের অফিশিয়াল নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশক্রমে, ডিসি, রাজশাহী।’
বাঘার ইউএনও পাপিয়া সুলতানা বলেন, ‘আমাকে ফোন করা হয়। ফোন করে একটা মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, এটা ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নম্বর। এই নম্বরে যেন যোগাযোগ করি। কিন্তু কণ্ঠস্বর এবং কথা শুনেই আমি নম্বর ক্লোন করার বিষয়টি বুঝতে পেরে ফোন কেটে দেই। নইলে আমার নম্বরও ক্লোন হওয়ার ঝুঁকি ছিল।’
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহীর তিন ইউএনও এ ধরনের ফোন পাওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তবে কেউ প্রতারিত হননি। অন্য কেউ প্রতারিত হয়েছেন এমন খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছেন। পুলিশ প্রতারককে খুঁজে বের করবে।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘আমাদের একটি বিভাগ এ নিয়ে কাজ করে। বিভাগটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ নিয়ে মামলা কিংবা জিডি হয়নি। প্রতারকদের শনাক্ত করা গেলে মামলা করা হবে। তখন তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, সিম কার্ডের অবিকল প্রতিরূপ তৈরিই হলো সিম ক্লোনিং। বাজারে সিম কপির সফটওয়্যার ও হার্ডওয়্যার পাওয়া যায়, যা দিয়ে সিম কপি করা সহজ। প্রতারকেরা যে কোনো নম্বরের সিম কপি করে ফোন করে। এর মাধ্যমে তারা অবৈধ সুবিধা বাগিয়ে নেওয়ার চেষ্টা করে। যার নম্বরটি ক্লোনিং করা হয় সে নম্বরটি একই থাকায় অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। ভাবেন, পরিচিত ব্যক্তিই তাকে ফোন করেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫