আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল ও সাইফুল ইসলাম সানি, সখীপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নৌকার টিকিটে সংসদ সদস্য (এমপি) হয়েছেন অনুপম শাহজাহান জয়। ভোটযুদ্ধে তিনি হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীর উত্তম)। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হলেন তিনি। এ ছাড়া সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জয়ের বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এই আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর আসনের উন্নয়ন ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এমপি অনুপম শাহজাহান।
গত নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বড় মাপের একজন প্রার্থীকে পরাজিত করার পেছনে কোনো কৌশল ছিল কি না—জানতে চাইলে এমপি অনুপম বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে থাকি। সখীপুর-বাসাইলবাসীকে ভালোবেসে আগলে রাখি। আমার প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছেন। তবে সখীপুর-বাসাইলবাসীর জন্য তেমন কোনো কাজ করেননি। তিনি সাতবার নির্বাচন করেছেন। নির্বাচনের পর বেশি সময় তিনি ঢাকাতেই অবস্থান করেছেন। তিনি স্থানীয় মানুষকে আপন করে নিতে পারেননি। কাজের মূল্যায়ন হিসেবেই জনসাধারণ আমার ওপর আস্থা রেখেছেন।’
নির্বাচনী এলাকার উন্নয়নকাজ প্রসঙ্গে অনুপম শাহজাহান বলেন, ‘আমার একটি মিশন আছে। আমি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তিন মাসের আলটিমেটাম দিয়েছি। এর মধ্যেই বাসাইল-সখীপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।’
নির্বাচনের আগে বেকারদের কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। ভবিষ্যতে এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন—এমন প্রশ্নে অনুপম বলেন, ‘আমাকে একটি বছর সময় দেন। আমার মাস্টারপ্ল্যান তৈরি ও বাস্তবায়নে অগ্রসর হতে দেন। অবশ্যই আমার প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাবেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নৌকার টিকিটে সংসদ সদস্য (এমপি) হয়েছেন অনুপম শাহজাহান জয়। ভোটযুদ্ধে তিনি হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীর উত্তম)। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হলেন তিনি। এ ছাড়া সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জয়ের বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এই আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর আসনের উন্নয়ন ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এমপি অনুপম শাহজাহান।
গত নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বড় মাপের একজন প্রার্থীকে পরাজিত করার পেছনে কোনো কৌশল ছিল কি না—জানতে চাইলে এমপি অনুপম বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে থাকি। সখীপুর-বাসাইলবাসীকে ভালোবেসে আগলে রাখি। আমার প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছেন। তবে সখীপুর-বাসাইলবাসীর জন্য তেমন কোনো কাজ করেননি। তিনি সাতবার নির্বাচন করেছেন। নির্বাচনের পর বেশি সময় তিনি ঢাকাতেই অবস্থান করেছেন। তিনি স্থানীয় মানুষকে আপন করে নিতে পারেননি। কাজের মূল্যায়ন হিসেবেই জনসাধারণ আমার ওপর আস্থা রেখেছেন।’
নির্বাচনী এলাকার উন্নয়নকাজ প্রসঙ্গে অনুপম শাহজাহান বলেন, ‘আমার একটি মিশন আছে। আমি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তিন মাসের আলটিমেটাম দিয়েছি। এর মধ্যেই বাসাইল-সখীপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।’
নির্বাচনের আগে বেকারদের কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। ভবিষ্যতে এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন—এমন প্রশ্নে অনুপম বলেন, ‘আমাকে একটি বছর সময় দেন। আমার মাস্টারপ্ল্যান তৈরি ও বাস্তবায়নে অগ্রসর হতে দেন। অবশ্যই আমার প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫