পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে হুড়োহুড়ি করছেন উপকারভোগীরা। সময়মতো পণ্য সরবরাহ করা হলেও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পণ্য বিতরণে অনেক সময় লেগে যাচ্ছে।
গতকাল বুধবার সকাল থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টিসিবির পণ্য সরবরাহ শুরু হয়। এ সময় কায়েতপাড়া গ্রামের দেবারু মোহাম্মদ, হালিমা বেগম ও সাহেরা বেওয়া জানান, সকাল ৯টা থেকে তাঁরা তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর মালামাল কিনতে পেরেছেন। কেউ কারও কথা শোনে না, জোর করে লাইনে দাঁড়িয়ে অনেকে মালামাল নেওয়ার চেষ্টা করছেন।
সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তাপশী হাসকিং মিলের ডিলার কমলেশ চন্দ্র বলেন, ‘প্রশাসনের সার্বিক সহায়তায় আমরা সঠিকভাবেই মালামাল সরবরাহ করার চেষ্টা করছি, কিন্তু সুবিধাভোগীদের হুড়োহুড়ির কারণে নানান সমস্যায় পড়তে হচ্ছে, এতে সরবরাহকাজের ব্যাঘাত ঘটছে।’
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বলেন, ‘ডিলারদের সরবরাহ কাজে সহায়তা করার জন্যে পুলিশ কাজ করছে। কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না। এ নিয়ে ছোটখাটো সমস্যা আমাদের সামলাতে হচ্ছে।’
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলায় ৬৯ হাজার ৭৫ পরিবার পাবে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চার ধরনের খাদ্যপণ্য সরবরাহ করছে কার্ডধারী পরিবারের মধ্যে।
২০ মার্চ থেকে টিসিবির খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দফায় এসব পণ্যের মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সঙ্গে যুক্ত হবে দুই কেজি ছোলা। টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। রমজান মাসে নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সাশ্রয় দিতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারা দেশের মতো জেলায় খাদ্যপণ্য বিক্রি শুরু করছে।
টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। যাতে কোনো অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। কবে কোথায় টিসিবির পণ্য সরবরাহ করা হবে, তা নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন প্রচার চালাচ্ছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, তালিকাভুক্ত কার্ডধারীরা সঠিক মাপে এসব পণ্য পাবেন। ৩০ মার্চ পর্যন্ত প্রথম দফা পণ্য সরবরাহ করা হবে।

পঞ্চগড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে হুড়োহুড়ি করছেন উপকারভোগীরা। সময়মতো পণ্য সরবরাহ করা হলেও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পণ্য বিতরণে অনেক সময় লেগে যাচ্ছে।
গতকাল বুধবার সকাল থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টিসিবির পণ্য সরবরাহ শুরু হয়। এ সময় কায়েতপাড়া গ্রামের দেবারু মোহাম্মদ, হালিমা বেগম ও সাহেরা বেওয়া জানান, সকাল ৯টা থেকে তাঁরা তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর মালামাল কিনতে পেরেছেন। কেউ কারও কথা শোনে না, জোর করে লাইনে দাঁড়িয়ে অনেকে মালামাল নেওয়ার চেষ্টা করছেন।
সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তাপশী হাসকিং মিলের ডিলার কমলেশ চন্দ্র বলেন, ‘প্রশাসনের সার্বিক সহায়তায় আমরা সঠিকভাবেই মালামাল সরবরাহ করার চেষ্টা করছি, কিন্তু সুবিধাভোগীদের হুড়োহুড়ির কারণে নানান সমস্যায় পড়তে হচ্ছে, এতে সরবরাহকাজের ব্যাঘাত ঘটছে।’
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বলেন, ‘ডিলারদের সরবরাহ কাজে সহায়তা করার জন্যে পুলিশ কাজ করছে। কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না। এ নিয়ে ছোটখাটো সমস্যা আমাদের সামলাতে হচ্ছে।’
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলায় ৬৯ হাজার ৭৫ পরিবার পাবে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চার ধরনের খাদ্যপণ্য সরবরাহ করছে কার্ডধারী পরিবারের মধ্যে।
২০ মার্চ থেকে টিসিবির খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দফায় এসব পণ্যের মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সঙ্গে যুক্ত হবে দুই কেজি ছোলা। টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। রমজান মাসে নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সাশ্রয় দিতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারা দেশের মতো জেলায় খাদ্যপণ্য বিক্রি শুরু করছে।
টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। যাতে কোনো অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। কবে কোথায় টিসিবির পণ্য সরবরাহ করা হবে, তা নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন প্রচার চালাচ্ছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, তালিকাভুক্ত কার্ডধারীরা সঠিক মাপে এসব পণ্য পাবেন। ৩০ মার্চ পর্যন্ত প্রথম দফা পণ্য সরবরাহ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫